বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমি চাই কথা হোক, গল্প হোক অনুভূতি নিয়ে’

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৮:৩১

বইয়ের নাম ‘অনুভূতির অভিধান’। তার জীবনের ২৫টি ঘটনা নিয়ে ২৫টি গল্প থাকবে এতে। অনেকেই তাকে প্রশ্ন করেছেন, বইটি কেমন হবে? উত্তরে তাহসান জানিয়েছেন, কি নিয়ে লেখা এই বই? উত্তরটা মুখবন্ধে।

স্বাধীনতা দিবসে একুশে বইমেলায় প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী তাহসানের প্রথম বই। তিনি আগেই জানিয়েছিলেন বইতে জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো সংকলন করেছেন তিনি।

বইয়ের নাম ‘অনুভূতির অভিধান’। তার জীবনের ২৫টি ঘটনা নিয়ে ২৫টি গল্প থাকবে এতে।

অনেকেই তাকে প্রশ্ন করেছেন, বইটি কেমন হবে? উত্তরে তাহসান জানিয়েছেন, কি নিয়ে লেখা এই বই? উত্তরটা মুখবন্ধে।

তাহসানের লেখা ‘অনুভূতির অভিধান’ বইয়ের মুখবন্ধ-

‘কত কিছুই তো শিখি। স্কুল কলেজে শিখি অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য আরও কত কী। বাড়িতে শিখি আদব-কায়দা, রীতি-নীতি। শিক্ষকেরা শেখায় কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর বাবা-মা শেখায় কীভাবে হতে হবে মানুষের মতো মানুষ। বন্ধুরা শেখায় দুষ্টুমি আর পাড়ার বখাটে বড় ভাইটা শেখায় কীভাবে ধুম্রজালে ঠোট করতে হবে কালা।

‘এত এত শুভাকাঙ্ক্ষীদের কেউই কিন্তু সময় নিয়ে শেখায় না কীভাবে সহ্য করতে হয় অপমান অথবা শেখায় না কখন ঈর্ষান্বিত না হয়ে হতে হবে অনুপ্রাণিত। কেউ শেখায় না কেন কৌতুহল শান্তির পাথেয় আবার কেনইবা সাদেনফ্রয়দ এতটা সহজলভ্য। মোদ্দাকথা মনের ভেতর বিরাজমান এত এত অনুভূতির লালন-পালন কীভাবে করতে হয় তা সবাই কেন যেন শেখাতে খুব উদাসীন।

‘তাই বেশির ভাগ মানুষই আমরা নেতিবাচক অনুভূতিগুলোকে দমন তো দূরে থাক, পরিমিতিবোধের চোখেই দেখি না। আবার ইতিবাচক অনুভূতিগুলোর চর্চায় খুব একটা ব্যাস্ত থাকি না। ফলে বাড়ন্ত কিংবা পরিণত বয়সের যেকোনো মানুষই অনুভূতির বেড়াজালে নিজেকে ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলি। পরিণতি হয় নানাবিধ মানসিক ব্যাধির আধারে। কেউ চলে যায় মাদকের আখড়ায়, কেউ আত্মহত্যার উন্মাদনায় আর কেউবা নিজের অনুভূতি থেকে বাঁচতে ছুটে যায় অন্তর্জালের কোনো এক ট্রলের পাতায়।

‘এর থেকে পরিত্রাণ কি আদৌ আছে? আমি তো আর কোনো অনুভূতির ডাক্তার নই যে সঠিক উত্তরটা দিতে পারব। আমি শুধু পারব আমার অনুভূতির গল্পগুলো বলা শুরু করতে। কারো জন্যে গল্পগুলো হয়তো শুধুই বিনোদনের খোরাক, আবার কারও জন্যে হয়তো তাঁর নিজের অনুভূতির সাথে আরেকটু নমনীয় কথোপকথন।

‘আমি চাই কথা হোক, গল্প হোক অনুভূতি নিয়ে। চর্চা হোক ইতিবাচক সব অনুভূতির। আর একে অপরের গল্পে আমরা শিখে ফেলি কী করে জয় করতে হয় নেতিবাচক অনুভূতিগুলোকে। তাই শুরু করছি আমার গল্পগুলো দিয়ে।’

এ বিভাগের আরো খবর