বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানহানির মামলায় বানসালি-আলিয়াকে আদালতে তলব

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৬:৩৬

গাঙ্গুবাই কাথিয়াওয়াদি সিনেমার ট্রেলার মুক্তির পর এর কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছে কাথিয়াওয়াদের কিছু মানুষ। বানসালি ও আলিয়া ভাটের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাভজি শাহ।

সঞ্জয় লীলা বানসালির স্বপ্নের প্রজেক্ট গাঙ্গুবাই কাথিয়াওয়াদি সিনেমা মুক্তির অপেক্ষায়। আগামী ৩০ জুলাই আলিয়া ভাট অভিনীত এ সিনেমা মুক্তি পাওয়ার কথা আছে।

সিনেমাটির ট্রেলার মুক্তি পায় ২৪ ফেব্রুয়ারি। ট্রেলার মুক্তির পর এর কিছু দৃশ্যে আপত্তি জানিয়েছে কাথিয়াওয়াদের কিছু মানুষ। গাঙ্গুবাইয়ের কথিত দত্তক পুত্র বাবু রাভজি শাহ সঞ্জয় লীলা বানসালি ও আলিয়া ভাটের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

মুম্বাই আদালতের অতিরিক্ত প্রধান ম্যাজিস্ট্রেট এ বিষয়ে সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী আলিয়া ভাটসহ সিনেমার আরও দুইজন লেখককে আদালতে তলব করেছেন।

লেখক হাসান জাইদির উপন্যাস মাফিয়া কুইনস অফ মুম্বাই অবলম্বনে গাঙ্গুবাই কাথিয়াওয়াদি সিনেমা নির্মিত হয়েছে। বাবু রাভজি শাহের অভিযোগ, এই বইয়ে মানহানি করে গাঙ্গুবাই কাথিয়াওয়াদিকে উপস্থাপন করা হয়েছে। তার মতে, বইতে গাঙ্গুবাইয়ের চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে এবং চরিত্রের গোপনীয়তা রক্ষা করা হয়নি।

২১ মে সঞ্জয় লীলা বানসালি ও আলিয়া ভাটকে আদালতে উপস্থিত থাকতে হবে।

এর আগে গাঙ্গুবাই কাথিয়াওয়াদির দত্তক সন্তান আসলেই বাবু রাভজি শাহ কি না তা তাকে প্রমাণ করতে বলে আদালত। তিনি এ তথ্য প্রমাণে ব্যর্থ হন।

গাঙ্গুবাই কাথিয়াওয়াদি সিনেমার পরিচালক ও অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার সঙ্গে সিনেমার ট্রেলার ও টিজার প্রচার না করার জন্য বাবু রাভজি শাহ আবেদন করেছিলেন। বাবু রাভজি শাহের পরিচয়ের প্রমাণ দিতে না পারায় আদালত তার এ আবেদন খারিজ করে।

এ বিভাগের আরো খবর