বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘জয় হোক’

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৫:১৮

একজন হেরে যাওয়া নারী, যে জীবনে অনেক ধরনের দুর্ভোগে পড়েছেন, সে কীভাবে অবাধ্যতাকেই তার অস্ত্র বানিয়ে জীবিত হয়ে ওঠে, সে গল্পই বলে এই গানটি। গানটি বলে এক হেরে যাওয়া মানবসভ্যতার গল্প।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশ হলো কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ গানটি। অর্ণবের সংগীতায়োজনে এই ধ্রুপদী গানটি গেয়েছেন নজরুল সংগীতশিল্পী সুস্মিতা আনিস। গানটির ভিডিও নির্মাণ করেছেন পিপলু আর খান।

গানটি অনলাইনে প্রকাশ পেয়েছে ২৪ মার্চ। মিউজিকাল ফিল্মটির মূল চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

সাদা-কালো রংয়ের এই ভিডিও গল্পটি নারীর পুনরুত্থান বা পুনর্জাগরণের উপাখ্যান। যে আবির্ভূত হয় বিভিন্ন দেবীর রূপে।

একজন হেরে যাওয়া নারী, যে জীবনে অনেক ধরনের দুর্ভোগে পড়েছেন, সে কীভাবে অবাধ্যতাকেই তার অস্ত্র বানিয়ে জীবিত হয়ে ওঠে, সে গল্পই বলে এই গানটি। গানটি বলে এক হেরে যাওয়া মানবসভ্যতার গল্প।

সুস্মিতা আনিস বলেন, ‘এই মিউজিকাল ফিল্মটি তুলে ধরেছে নারীদের প্রতিদিনের সংগ্রামের চিত্র এবং তাদের রুখে দাঁড়ানোর উদ্দীপনাকে। নজরুল নিয়মভঙ্গের বুননকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই এই গানটিতেও উনার অবাধ্য চেতনা প্রকাশ পেয়েছে।

জয় হোক গানের মিউজিক ভিডিওর দৃশ্যে বাঁধন। ছবি: সংগৃহীত

‘এই গানে আশা করা হয়েছে শান্তির, সাম্যের এবং সত্যের জয়ের। অত্যাচার, অসমতা, অশান্তি, জরা এবং মিথ্যার শেকল ভেঙ্গে বেড়িয়ে আসার উৎসাহ যোগায় এই গান।’

জয় হোক গানের মিউজিক ভিডিওর দৃশ্যে বাঁধন। ছবি: সংগৃহীত

সুস্মিতা আনিস ও শায়ান চৌধুরী অর্ণবের একসঙ্গে এটি দ্বিতীয় কাজ। এর আগে নজরুল গীতি জাগো নারী জাগো গানটির সংগীত আয়োজন করেন অর্ণব ও তাতে কণ্ঠ দেন সুস্মিতা।

জাগী নারী জাগো গানের মিউজিক ভিডিওতে কাজ করেন নৃত্যশিল্পী হৃদি শেখ।

এ বিভাগের আরো খবর