লেখক ও কবি সৈয়দ আব্দুল করিম বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। অভিনেত্রী অপি করিম সৈয়দ আব্দুল করিমের সন্তান।
সৈয়দ আব্দুল করিমের মৃত্যুর তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন সৈয়দ আব্দুল করিমের জামাতা চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর। তিনি জানান, আজিমপুর কবরস্থানে সৈয়দ আব্দুল করিমকে দাফন করা হবে।
এনামুল করিম নির্ঝর নিউজবাংলাকে বলেন, ‘আজিমপুর কবরস্থানের মসজিদে ওনার (সৈয়দ আব্দুল করিম) জানাজা পড়ানো হবে। এরপর জোহরের নামাজের পর তাকে দাফন করা হবে।’
নির্ঝর জানান, দীর্ঘদিন ধরে সৈয়দ আব্দুল করিম ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। নিজ বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয় ৭৫ বছর।
বাবার সঙ্গে অপি করিম