তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম সিনেমা স্ফুলিঙ্গ মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। বুধবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার।
এ সময় পরিচালক স্ফুলিঙ্গ সিনেমাটি ভালো লাগলে অন্যদের দেখতে বলার অনুরোধ করেছেন। খারাপ লাগলে সিনেমাটি না দেখার কথাও বলেছেন তিনি।
তৌকীর আহমেদ বলেন, ‘আমি মনে করি খারাপ জিনিস না দেখাই ভালো। কারণ, এতে রুচি নষ্ট হয়। তবে আমার মনে হয় সিনেমাটি আমি ভালোই বানিয়েছি।
‘আমার আগের সিনেমাগুলোর প্রশংসা করেছেন অনেকেই। সেই অর্থে আমি দর্শকদের কাছে পাস করেছি। তাই আমার ফেল করারও অধিকার আছে।’
স্ফুলিঙ্গ সিনেমাটি বর্তমান ও ’৭১-এর সময়ের মেলবন্ধনে নির্মিত হয়েছে। দুই সময়ের তারুণ্যকেই সমান্তরালভাবে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক।
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। কেন্দ্রীয় চরিত্রে এটিই তার প্রথম সিনেমা।
শ্যামল মাওলা বলেন, ‘সিনেমাটির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। বিশেষ করে ’৭১-এর সময়ের দৃশ্যধারণের সময়গুলো। ভেতরে একটা উত্তাল অনুভূতি কাজ করে।’
টিম স্ফুলিঙ্গএই সিনেমার প্রায় সবকিছুই তার জন্য নতুন বলে উল্লেখ করেন শ্যামল। বিশেষ করে মঞ্চে গান গাওয়াটা দারুণ এক অভিজ্ঞতা তার জন্য।
পরিচালক তৌকীর আহমেদের সঙ্গে শ্যামল মাওলা ও জাকিয়া বারী মমঅভিনেত্রী মম এই সিনেমায় প্রথমবারের মতো কাঁধে নিয়েছেন বাদ্যযন্ত্র। আবার সেই কাঁধেই তাকে নিতে হয়েছে রাইফেল।
মম বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে যেমন একটা সামষ্টিক প্রয়াস ছিল, ব্যান্ডের মাধ্যমে এই সময়ের মিলিত একটি প্রয়াস দেখা যাবে সিনেমায়।’
শ্যামল মাওলা ও জাকিয়া বারী মমসিনেমায় দুটি সময়কে পাশাপাশি দেখিয়েছেন পরিচালক। একইভাবে বিদেশে নির্মিত হয়েছে অনেক সিনেমা। স্ফুলিঙ্গ বিদেশি কোনো সিনেমার সঙ্গে মিলে যেতে পারে বলে ধারণা করছিলেন অনেকে। তাদের উত্তর দিয়েছেন তৌকীর।
স্ফুলিঙ্গ সিনেমার প্রিমিয়ারতিনি বলেন, ‘এটা তো গল্প বলার একটা টেকনিক। সেই টেকনিক অনেকেই ব্যবহার করতে পারেন। তাতেই যদি কারও মনে হয় গল্প মিলে যাবে, তাহলে এটি তাদের অজ্ঞতা।’
দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন প্রযোজিত সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।