বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাকুল পরীর পাখি হওয়ার সাধ

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৭:০৬

ব্যাকুল মনের আকুতি তিনি প্রকাশ করেছেন ফেসবুকের দেয়ালে। সেখানে তিনি জানিয়েছেন পাখি হওয়ার সাধ। পাখি হলে টুপ করে উড়ে আসতে পারতেন সব বাধা ডিঙিয়ে।

কলকাতায় অবস্থান করছেন দেশের আলোচিত নায়িকা পরীমনি। না, কোনো শুটিং নয়; হাসপাতালে যেতে হয়েছে এই নায়িকার।

ভক্ত-পাঠকরা ঘাবড়াবেন না। তেমন কিছু হয়নি পরীমনির। এটি তার নিয়মিত চিকিৎসা নেয়ার অংশ। ব্যাপারটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

কিন্তু তার মন পড়ে আছে দেশে। কারণ বুধবার তার অভিনীত সিনেমা স্ফুলিঙ্গের বিশেষ প্রদর্শনী। আয়োজনে থাকতে না পেরে ব্যাকুল হয়ে উঠেছেন এই নায়িকা।

ব্যাকুল মনের আকুতি তিনি প্রকাশ করেছেন ফেসবুকের দেয়ালে। সেখানে তিনি জানিয়েছেন পাখি হওয়ার সাধ। পাখি হলে টুপ করে উড়ে আসতে পারতেন সব বাধা ডিঙিয়ে।

পরীমনি লিখেছেন, ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ কী দারুণ হতো ব্যাপারটা!

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

‘সকাল ৯টা থেকে রেগুলার চেকআপে এই ডক্টর থেকে ঐ ডক্টরের চেম্বারে। আমার শহর থেকে শত শত মাইল দূরের শহর কলকাতায়। কাল সকাল থেকে করতে হবে আরও একগাদা টেস্ট।

‘পাখি হলে ঠিক সন্ধ্যার আগে আগে উড়াল দিতাম আমি। কোনো কিছুই আমাকে বেঁধে রাখতে পারত না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে।

‘একসঙ্গে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ টিমের এতো মায়া এতো যত্নে বনানো গল্পটা। প্রিয় মানুষদের সাথে সেল্ফি, সিনেপ্লেক্সের পপকর্নের সঙ্গে কফি, স্পট লাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে একের পর এক ইন্টারভিউ সেশন আর এতো গুণী একজন পরিচালকের দোয়া। সব কিছু মিস করবো আমি আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়।

অভিনেত্রী পরীমনি। ছবি: নিউজবাংলা

‘আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম। আমি উড়ে যেতে পারলাম না তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে স্ফুলিঙ্গের প্রিমিয়ারে।

‘একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই, খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোনায় গিয়ে বসলো যে পাখিটা ওটাই তো আমি। আপনাদের পরী।’

এ বিভাগের আরো খবর