বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বলিউডে আসছেন সালমানের ভাগনি

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৭:০৩

সালমান খানের ভাগনি আলিজেহ অগ্নিহোত্রি অভিনয় করবেন নবীন পরিচালক অবিনাশ বার্জাত্যর পরিচালনায়। অভিনেতা অতুল অগ্নিহোত্রি ও আলভিরা খানের মেয়ে আলিজেহ খান পরিবারের সবচেয়ে বড় নাতনি।

প্রেক্ষাগৃহ নতুনভাবে চালু হওয়ায় ও ওটিটির আগমনে মুখরিত বলিউড পাড়া। সিনেমার এ নতুন জোয়ারে বলিউডে রোল পড়েছে নতুন মুখ আগমনের।

অনন্যা পান্ডে, জুনায়েদ খান, শানায়া কাপুর, গুরফাতেহ পিরজাদা, লক্ষ্য লালওয়ানি ও ইহান ভাটের মতো নবীন অভিনয়শিল্পীদের উত্থান ঘটছে বলিউডে। এ ধারাবাহিকতায় এবার নাম লেখালেন সল্লুভাই খ্যাত সালমান খানের ভাগনি আলিজেহ অগ্নিহোত্রি।

আলিজেহ অভিনয় করবেন নবীন পরিচালক অবিনাশ বার্জাত্যর পরিচালনায়। সিনেমার নাম এখনও নির্ধারিত হয়নি।

অভিনেতা অতুল অগ্নিহোত্রি ও আলভিরা খানের মেয়ে আলিজেহ অগ্নিহোত্রি। খান পরিবারের সবচেয়ে বড় নাতনি আলিজেহ। আলিজেহের সিনেমায় আসার খবর অনেকবারই ব্যস্ত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে।

অবিনাশ বার্জাত্যও সিনেমায় নতুন। এটি প্রথম পরিচালিত সিনেমা। হাম সাথ সাথ হ্যায়, হাম আপকে হ্যায় কৌন, ম্যায়নে পেয়ার কিয়া, প্রেম রতন ধন পায়ো সিনেমার পরিচালক সুরাজ বার্জাত্যর ছেলে অবিনাশ বার্জাত্য।

এ সিনেমায় অভিষেক হবে আরও এক নতুন স্টার কিডের, এমনটাই শোনা যাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে। সানি দেওলের ছোট ছেলে রাজবীরের এ সিনেমায় আলিজেহের বিপরীতে অভিনয়ের কথা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া বাকি সিনেমা সংশ্লিষ্টদের। এ সিনেমায় আরও নতুন অভিনয়শিল্পী দেখা যেতে পারে।

এ বিভাগের আরো খবর