অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান প্রযোজিত প্রথম প্রোডাকশন মুক্তি পেতে চলেছে। ১৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে রহমান ও জিও স্টুডিওসের যৌথ প্রযোজিত সিনেমা ৯৯ সংস।
সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে বুধবার। মিউজিক্যাল রোমান্টিক সিনেমার কিছু ঝলক পাওয়া গেছে সেই ভিডিওতে।
এটি নাকি এ আর রহমানের স্বপ্নের প্রজেক্ট। প্রযোজনার পাশাপাশি সিনেমার গল্প লেখাতেও কাজ করেছেন তিনি।
৯৯ সংস সিনেমার পরিচালক ভিশেশ কৃষ্ণমূর্তি। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এতে রহমান নিয়ে এসেছেন নতুন মুখ।
নবীন অভিনেতা ইহান ভাটের প্রথম সিনেমা এটি। তিনি অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এডিলসে ভার্গাসের বিপরীতে।
ইহান ভাট ও এডিলসে ভার্গাস। ছবি: সংগৃহীত
নতুন পরিচালক, অভিনেতা ও বিদেশি অভিনেত্রী নিয়ে মিউজিক্যাল এ সিনেমা নির্মাণ নিয়ে রহমান বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান ও জিও স্টুডিওসের যৌথ প্রযোজনায় একটা এক্সপেরিমেন্টাল সিনেমা নির্মাণ করা হয়েছে। আমি বিষয়টা নিয়ে আনন্দিত। নতুন ও পুরনো দুনিয়ার মাঝে এক ব্যক্তির সংগ্রামের গল্প বলবে ৯৯ সংস। এ লড়াইয়ের প্রতিষেধক হলো সংগীত।’
৯৯ সংস সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এই সিনেমাটি ছাড়াও এ আর রহমান দেশের খ্যাতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার সহপ্রযোজক হিসেবে যুক্ত আছেন।