বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপ্লব সাহা ও ঐশীর মিউজিক্যাল ফ্যাশন ফিল্ম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ মার্চ, ২০২১ ১৩:৫৩

গানটির নাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’। বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ভিন্ন রকম এই মিউজিক্যাল ফ্যাশন ফিল্ম।

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছর ধরে এদেশের ইতিহাস ঐতিহ্যকে ফ্যাশনের ভাবনায় তুলেধরছেন ডিজাইনার বিপ্লব সাহা ও তার প্রতিষ্ঠান বিশ্বরঙ। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি শখের বসে গানও করে থাকেন বিপ্লব।

সেই ধারাবাহিকতায় নতুন একটি গান প্রকাশ করেছেন তিনি। একক নয়, বিপ্লবের সঙ্গে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যোহরা ঐশী।

গানটির নাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’। বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ভিন্ন রকম এই মিউজিক্যাল ফ্যাশন ফিল্ম।

জীবন ফারুকীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক্যাল ফ্যাশন ফিল্মে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নাবিলা, নিরব’সহ প্রায় ২০০ জন নৃত্যশিল্পী ও র‌্যাম্প মডেল।

গাজীপুরের একটি লোকেশনে হয়েছে চিত্রায়ণ। ফ্যাশন ভিডিওটিতে গুরুত্ব দেয়া হয়েছে লোকজ নকশা। হারিয়ে যাওয়া খেলা, উৎসব, আনন্দ, সময় নিয়ে লেখা হযেছে গানটি, জানানি বিপ্লব সাহা।

তিনি বলেন, ‘গানটির কথার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে হয়। অনেক কিছু ফিরে পাওয়ার উপলব্ধি জাগে। মিউজিক্যাল ফ্যাশন ফিল্মটির প্রতিটি অংশে স্মৃতিচারণা আছে সোনালি অতিতের। এই মিউজিক্যাল ফ্যাশন ফিল্মেটি তৈরি করতে গিয়ে ফিরে গেছি সেই গোল্লাছুট, বউচি, রুমাল চুরি, দাঁড়িয়াবান্ধা খেলার মাঠে।’

আসছে পহেলা বৈশাখে Biplob Saha এবং BISHWORANGENTERTAINMENT ইউটিউব চ্যানেলে ফ্যাশন ভিডিওটি প্রকাশ করা হবে।

এর প্রকাশনা উৎসব হয়ে গেল সম্প্রতি। আয়োজনে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য সংগীত শিল্পী সামিনা চৌধুরী, আঁখী আলমগীর, স্বপ্নীল সজীব, সাদিয়া ইসলাম মৌ, চয়নিকা চৌধুরী।

এ বিভাগের আরো খবর