বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্রিভুজ প্রেমের গল্প দিয়ে বলিউডে আসবেন শানায়া

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১২:৪৯

ধর্মা কর্নারস্টোন এজেন্সির আরও দুই ট্যালেন্ট গুরফাতেহ পিরজাদা ও লক্ষ্য লালওয়ানির সঙ্গে শানায়া ভিন্ন একটি সিনেমায় কাজ করবেন, যেটি হবে শানায়ার প্রথম বলিউড সিনেমা।

করণ জোহরের নতুন ট্যালেন্ট শানায়া কাপুরকে নিয়ে সিনেমা নির্মাণের খবরটি কিছুদিন আগেই জানা যায়। করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা কর্নারস্টোন এজেন্সি থেকে প্রযোজিত সিনেমায় দিয়ে বলিউডে পা রাখবেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের ধারণা শানায়া কাপুর সিনেমায় আসবেন করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩ সিনেমা দিয়ে। কিন্তু করণ ও শানায়ার মা মাহিপ কাপুরের ভিন্ন পরিকল্পনা আছে।

সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানায়, ধর্মা কর্নারস্টোন এজেন্সির ট্যালেন্ট শানায়া কাপুর। এ এজেন্সির আরও দুই ট্যালেন্ট গুরফাতেহ পিরজাদা ও লক্ষ্য লালওয়ানির সঙ্গে শানায়া ভিন্ন একটি সিনেমায় কাজ করবে, যেটি হবে শানায়ার প্রথম বলিউড সিনেমা।

ত্রিভুজ প্রেমের গল্পে এ সিনেমা নির্মাণ করা হবে। থাকবে রোম্যান্স, কিছু হাস্যরস। সিনেমার শুটিং শুরু হবে জুলাই থেকে।

স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩ সিনেমা নেটফ্লিক্সে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শানায়া কাপুরকে চিন্তা করেই এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বলিউডে শানায়ার প্রথম সিনেমা ওটিটিতে মুক্তি পাবে, এমন চান না প্রযোজক করণ ও মা মাহিপ কাপুর। শানায়ার প্রথম সিনেমা প্রেক্ষাগৃহেই মুক্তি পাক এমনটাই চান তারা।

তবে বলিউডে শানায়ার অভিষেক হওয়ার পর হয়তো তিনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩ সিনেমা করতে পারেন বলে কিছুটা আভাস পাওয়া গেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম থেকে।

এ বিভাগের আরো খবর