ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। এতে সেরা হিন্দি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিছোরে সিনেমা।
সিনেমার প্রযোজক পুরস্কারটি সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করেছেন। সিনেমার নাম ঘোষণার পর ছিছোরে সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘এনজিএ (নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এনটারটেইনমেন্ট) এর পক্ষ থেকে এই অতি মর্যাদাপূর্ণ পুরস্কারটি আমি সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করছি।
‘আমরা কখনও এ ক্ষতি পূরণ করতে পারব না কিন্তু আমি প্রার্থনা করি এ পুরস্কার তার পরিবার ও আমার মতো তার ভক্তদের একটু হলেও খুশি করবে।’
করোনাভাইরাস মহামারির কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি এক বছর পিছিয়ে যায়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ওপর ভিত্তি করে এ বছর পুরস্কার বিতরণ করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নিতেশ তিওয়ারি পরিচালিত ২০১৯ সালের ছিছোরে সিনেমায় সুশান্ত কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন ও প্রতীক বাব্বার।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুত মৃত্যুবরণ করেন।