ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা সাইনা মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। এ সিনেমায় সাইনার চরিত্রে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। চরিত্রটিতে অভিনয়ের কথা ছিল শ্রদ্ধা কাপুরের।
সাইনা সিনেমা মুক্তির আগে জানা গেল শ্রদ্ধার বদলে কেন নেয়া হয়েছিল পরিনীতিকে।
সিনেমার পরিচালক আমোলে গুপ্তে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে জানান, রেমো ডি সুজা পরিচালিত সিনেমা স্ট্রিট ডান্সার থ্রিডি-এর জন্য অভিনেত্রী খুঁজছিলেন এ সিনেমার প্রযোজক ভূষণ কুমার।
স্ট্রিট ডান্সার থ্রিডি সিনেমার জন্য প্রযোজকের পছন্দ হয় শ্রদ্ধাকে। শ্রদ্ধাও রাজি হয়ে যান সিনেমাটিতে কাজ করতে। ফলে সাইনা সিনেমায় অন্য অভিনেত্রীকে নিতে বাধ্য হন সংশ্লিষ্টরাা।
২০২০ সালে মুক্তি পায় স্ট্রিট ডান্সার থ্রিডি। সিনেমার বাজেট ভালো হলেও তা সফল হয়নি বক্স অফিসে।
বলিউড হাঙ্গামার সাক্ষাৎকারে আমোলে গুপ্তে বলেন, ‘সে সময় বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করিনি, তাই সবাই ধরে নিয়েছে এর পেছনে হয়তো বড় কোনো ঝামেলা আছে। কিন্তু সৌভাগ্যবশত এমন কিছুই হয়নি।’
আমোলে আরও জানান, সিনেমাটি করতে না পারার পেছনে শ্রদ্ধার অসুস্থতাও একটি কারণ।
তিনি বলেন, ‘শ্রদ্ধা পূর্ণ প্রস্তুতির মধ্যে ছিলেন। তিনি শুটিংও শুরু করেছিলেন। সাইনা হওয়ার জন্য তিনি খুব পরিশ্রম করছিলেন। কিন্তু তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হয়। তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বলও হয়ে পড়েন। তিনি আমাকে প্রতিনিয়ত বলতেন তিনি সুস্থ হয়ে সিনেমায় ফিরতে চান, আমরাও শুটিংয়ের তারিখ পেছাতে থাকি। একদিন তিনি বুঝতে পারেন যে এ সিনেমার জন্য তিনি শারীরিকভাবে প্রস্তুত নন।’
আমোলে বলেন, ‘এ সিনেমার জন্য শারীরিক পরিশ্রম করা খুব প্রয়োজন ছিল। অন্তত ১২ ঘণ্টা ব্যাডমিন্টন অনুশীলন করতে হয়েছে।’
‘ছিছোড়ে সিনেমার জন্যও শ্রদ্ধাকে আমার ছাড়তে হয়েছে কারণ ওরা একটা সেট ভাড়া করে রেখেছিল যেটা পরে আর পাওয়া যেত না। সে শুটিং শেষ করার পর ভূষণ আমাকে অনুরোধ করেন যেন শ্রদ্ধাকে স্ট্রিট ডান্সার সিনেমার জন্য আমি ছেড়ে দেই। কারণ তিনি নায়িকা সংকটে ছিলেন। তিনি আমার সিনেমার জন্য পরিনীতিকে নিয়ে আসেন। তাই আমিও খুশি ছিলাম।’