বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওমর সানির জিডি

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ১৬:৩০

মো. ইকবাল বলেন, ‘ক্লাবে ২২ দিনের আপ্যায়ন খরচ ২ লাখ ২১ হাজার টাকা। কারণ এখানে রাতে জুয়া খেলা হয়। এর প্রতিবাদ করার কারণে ওমর সানি আমার নামে জিডি করেছেন।’

অভিনেতা ও ফিল্ম ক্লাবের সভাপতি ওমর সানি গুলশান থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। রোববার রাতে তিনি প্রযোজক ও ফিল্ম ক্লাবের সদস্য মো. ইকবালের বিরুদ্ধে এই জিডি করেন।

মো. ইকবাল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন উল্লেখ করে তিনি এ জিডি করেছেন বলে নিউজবাংলাকে জানান।

ওমর সানি বলেন, ‘রোববার রাতে মো. ইকবাল ফিল্ম ক্লাবে নাস্তা করছিলেন। ক্লাব থেকেই এই নাস্তা করানো হয়। এই সময় তিনি ক্লাবের কর্মীর কাছে দুটি ডিম চান। কিন্ত নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে যাওয়ায় সেই কর্মী মো. ইকবালের কাছে টাকা চায়।

‘তার পরেই মো. ইকবাল তাকে গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে আমাকে সে হাতে থাকা কাটা চামচ দিয়ে মারতে আসে।’

এই ঘটনার পর গুলশান থানায় জিডি করেন ওমর সানি। জিডি নম্বর ১৪০৬। একই সঙ্গে ছয় মাসের জন্য মো. ইকবালের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে জিডির এই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলেছেন মো. ইকবাল। তিনি উল্টো ফিল্ম ক্লাবের দুর্নীতির কথা তুলে ধরেছেন।

ইকবাল বলেন, ‘এই ক্লাবটি ব্যবহার করেন ১০ থেকে ১৫ জন সদস্য। অথচ এই ক্লাবের ২২ দিনের আপ্যায়ন খরচ ২ লাখ ২১ হাজার টাকা। কারণ এখানে রাতে জুয়া খেলা হয়। এর প্রতিবাদ করার কারণে ওমর সানি আমার নামে জিডি করেছেন।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে বলেছিলাম আমাকে সাসপেন্ড করো। কিন্তু আমি এই অন্যায়কে মেনে নেব না।’

আপ্যায়ন খরচ নিয়ে মো. ইকবালের দেয়া তথ্যের ব্যাপারে নিউজবাংলাকে ওমর সানি বলেন, ‘এসব মো. ইকবালের মিথ্যাচার। সে এর আগেও মিথ্যাচার করেছে।’

এ বিভাগের আরো খবর