কঙ্গনা রানাউত মঙ্গলবার নিজের ৩৪তম জন্মদিনে তার আগামী সিনেমা থালাইভির ট্রেলার মুক্তি দিলেন। সিনেমার ট্রেলারে এক অন্য কঙ্গনার পরিচয় পেল দর্শকরা।
তামিলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন অভিনেত্রী জয়ললিতা জয়রামের জীবনী নিয়ে তৈরি সিনেমা থালাইভি কঙ্গনাকে নতুন পরিচয়ে দর্শকদের সামনে এনেছে। ৩ মিনিটের ট্রেলারে কঙ্গনাকে কখনও অভিনেত্রী রূপে, কখনও বাড়তি ওজনে ও কখনও নেত্রীর বেশে দেখা গেছে।
‘পুরাচ্চি থালাইভি’ বা ‘বিপ্লবী নেতা’ খ্যাত জয়ললিতার পুরুষতান্ত্রিক সমাজে একজন অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখা যাবে এ সিনেমায়।
সিনেমাটি পরিচালনা করেছেন এ. এল. বিজয়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাহুবালির লেখক বিজেন্দ্র প্রসাদ ও মধন কারকি।
সিনেমাটি ২৩ এপ্রিল হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
কঙ্গনা এখন ব্যস্ত ধাকাড় সিনেমার শুটিংয়ে। এ সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে।