ভারতের জাতীয় চলচ্চিত্রর পুরস্কার ২০১৯-এ সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানাউত। পাঙ্গা ও মনিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
ভোসলে সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন মনোজ বাজপেয়ী। একই বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ধানুশ। তামিল ছবি আসুরন এর জন্য তার এই অর্জন।
ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সোমবার বিকেলে। গত বছরের মে মাসে নামগুলো ঘোষণার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়।
হিন্দি ভাষায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা ছিছোরে।
বাংলা ভাষায় সেরা ছবি হয়েছে গুমনামী। এই সিনেমার চিত্রনাট্য লেখার জন্য কাহিনী অবলম্বনে লেখা সেরা চিত্রনাট্য বিভাগে সেরা হয়েছেন সৃজিত মুখার্জি। জ্যেষ্ঠপুত্র সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্য লেখার পুরস্কার গেছে কৌশিক গাঙ্গুলীর হাতে। একই সিনেমায় আবহ সংগীতের জন্য সেরা হয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
হিন্দি ভাষায় সেরা সিনেমা সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমা ছিছোরে। ছবি: সংগৃহীত
সেরা ছবির তালিকায় আরও আছে জোনাকি পড়ুয়া (অহমিয়া), লতা ভগবান করে (মারাঠি), পিকাসো (মারাঠি)।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সৃজিত মুখার্জি (বাঁয়ে) ও কৌশিক গাঙ্গুলী। ছবি: সংগৃহীত
সঞ্জয় পুরান সিং চৌহান বাহাত্তর হুরেঁ সিনেমার জন্য হয়েছেন সেরা পরিচালক। আর তামিল ভাষার সিনেমার বিশ্বসাম সিনেমার জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন ডি ইম্মান।