ইনস্টাগ্রামে পজিটিভ চিহ্নের একটি ছবি পোস্ট করে কার্তিক ক্যাপশনে লিখেছেন, ‘পজিটিভ হয়ে গেল। সবাই দোয়া করবেন।’
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এ খবর নিজেই ইনস্টাগ্রামে জানান কার্তিক।
ইনস্টাগ্রামে পজিটিভ চিহ্নের একটি ছবি পোস্ট করে কার্তিক ক্যাপশনে লেখেন, ‘পজিটিভ হয়ে গেল। সবাই দোয়া করবেন।’
রোববারের অনুষ্ঠিত ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রার ব্রাইডাল ফ্যাশন শোতে শেষ দেখা গেছে কার্তিককে। সেখানে অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে র্যাম্পে হাঁটেন কার্তিক।
কার্তিক আরিয়ান অভিনীত সিনেমাগুলোর মধ্যে মুক্তির অপেক্ষায় আছে ধামাকা। সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। কার্তিককে আরও দেখা যাবে ভুল ভুলাইয়া ২, দোস্তানা ২ ও লুকা চুপি ২ সিনেমায়।