নেত্রি- দ্য লিডার সিনেমার জন্য নতুন নতুন লুকে হাজির হচ্ছেন ‘অসম্ভবকে সম্ভব করা’ অনন্ত জলিল। কিছুদিন আগে হাজির হয়েছিলেন শুধু গোঁফ নিয়ে। সেই ছবি ফেসবুকে প্রশংসার পাশাপাশি হাস্যরস তৈরি করেছিল।
এবার আরও এক নতুন লুকের ছবি প্রকাশ করলেন অনন্ত। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘নেত্রী-দ্য লিডারের জন্য আরও একটি নিউ লুক।’
এই লুকে অনন্ত গোঁফটাও ফেলে দিয়েছেন। ১৫ মার্চে প্রকাশিত লুকে যে গোঁফ ছিল, সেটি নতুন লুকে নেই। ক্যারিয়ারের শুরুর দিকে অনন্তকে যেমন দাড়ি-গোঁফ ছাড়া দেখা যেত, অনেকটা সে রকম ভাবেই নতুন লুকে হাজির হয়েছেন তিনি।
আগের লুক প্রকাশের পর মন্তব্যকারীরা যেমন তাদের কথায় হাস্যরস তৈরি করেছিলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন ছবির নিচে অনেক মন্তব্যের মধ্যে বাংলা কথাটির ইংরেজি শব্দের ব্যবহার চোখে পড়ার মতো।
মন্তব্যের ধরন-
‘Sorry-দ্য দুঃখিত ভাই’
‘মুডটাই নষ্ট-the damage হয়ে গেল’
‘Excellent -দ্য চমৎকার ছবি হয়েছে’
‘হাস্যকর–the funny লাগছে’
‘নতুন The new look অনেক সুন্দর The Beautiful হইছে’
‘চোখ লাল- The red কেনো?’
নেত্রী-দ্য লিডার সিনেমায় নেত্রী চরিত্রে অভিনয় করছেন বর্ষা। আর তার বডিগার্ডের চরিত্রে অভিনয় করছেন অনন্ত। সিনেমায় ভারত, তুরস্ক ও ইরানের অভিনয়শিল্পীরাও অভিনয় করছেন।
জানা গেছে সিনেমার শুটিং এখন চলছে ভারতে।