পরিচালক ও চিত্রনাট্যকার কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রোববার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। সেখানে ২০ লিটার পর্যন্ত কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় তার। সোমবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এ হক অলিক নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অলিক বলেন, ‘তিনি এখনও আইসিইউতে আছেন। গতকাল ওনাকে আইসিইউতে নেয়া হয়। তবে কালকের চেয়ে আজকে তিনি একটু সুস্থ। গতকাল ২০ লিটার পর্যন্ত অক্সিজেন লেগেছিল। আজ ১৫ লিটার পর্যন্ত অক্সিজেন তাকে দেয়া হয়েছে।’
অলিক আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গত চার-পাঁচ দিন কাজী হায়াৎ হাসপাতালে ভর্তি। এ ভাইরাস তার ফুসফুসে আক্রমণ করেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কৃত্রিম অক্সিজেন ব্যবহারের মাত্রা যত কমে আসবে, তিনি তত দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
কাজী হায়াৎ সিনেমার পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৯ সালে। দ্য ফাদার তার পরিচালিত প্রথম সিনেমা। তার সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সাধারণ জনগণের দুর্ভোগের গল্প উঠে আসে।
কাজী হায়াৎ পরিচালিত কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো- দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, সিপাহী, দেশপ্রেমিক, আম্মাজান, কাবুলিওয়ালা, ওরা আমাকে ভালো হতে দিল না।