বলিউডে নতুন অভিনেতা-অভিনেত্রীদের সুযোগ দেয়ার জন্য পরিচালক ও প্রযোজক করণ জোহার পরিচিত। বুলবুল সিনেমার তৃপ্তি দিমরি, গিল্টির গুরফাতেহ পিরজাদা, উরি-দ্য সার্জিক্যাল স্ট্রাইকের ধরিয়া কারওয়া ও দোস্তানা ২ এর লক্ষ্যের মতো নবীন অভিনয়শিল্পীদের সিনেমায় সুযোগ দিয়েছেন তিনি।
এবার করণ সিনেমায় আনছেন তার বন্ধু সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের বড় মেয়ে শানায়া কাপুরকে। নতুন ট্যালেন্ট হিসেবে ধর্মা কর্নারস্টোন এজেন্সির সঙ্গে কাজ করবেন শানায়া।
ইনস্টাগ্রাম থেকে করণ জোহার এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের পরিবারে নতুন আরও একটি সুন্দর সংযোজন। ধর্মা কর্নারস্টোন এজেন্সি স্কোয়াডে তোমাকে স্বাগত শানায়া। তার উৎসাহ ও অধ্যবসায় অবাক করার মতো।
‘আপনাদের ভালোবাসা ও প্রার্থনা তার জন্য রাখবেন, সে ধর্মা কর্নারস্টোন এজেন্সির সঙ্গে জুলাই থেকে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছে।’
শানায়া কাপুর সহকারী হিসেবে জাহ্নবি কাপুরের গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল সিনেমায় কাজ করছেন। এ ছাড়া তাকে দেখা গেছে তার মা মাহিপ কাপুরের সঙ্গে নেটফ্লিক্স সিরিজ ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভসে।
চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও শাহরুখ খানের মেয়ে সুহানা খান শানায়ার প্রিয় বান্ধবী।