বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবা-ছেলের বক্স অফিস লড়াই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ মার্চ, ২০২১ ১১:৫৩

অভিষেক বচ্চনের সিনেমা বিগ বুল ওটিটিতে মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল। তার এক দিন পর ৯ এপ্রিল হলে মুক্তি পাবে অমিতাভের চেহের সিনেমা।

এমন লড়াই বলিউডে আগে কেউ কখনও দেখেনি। বাবা যেখানে বলিউডের বিগ বি নামে খ্যাত, ছেলের ঝুলিতেও আছে ব্যবসা সফল সিনেমা। কথা হচ্ছে অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে।

একই সঙ্গে মুক্তি পাচ্ছে তাদের দুটি সিনেমা। অভিষেক বচ্চনের সিনেমা বিগ বুল ওটিটিতে মুক্তি পাচ্ছে আগামী ৮ এপ্রিল। তার এক দিন পর ৯ এপ্রিল হলে মুক্তি পাবে অমিতাভের চেহের সিনেমা, জানা যায়, বলিউড হাঙ্গামা থেকে।

অমিতাভ ও অভিষেক একসঙ্গে একই সিনেমায় অভিনয় করলেও নিজেদের সিনেমা নিয়ে সংঘর্ষ হয়নি আগে কখনও। বান্টি অউর বাবলি, সরকার সিনেমায় তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।

সিনেমা মুক্তির প্ল্যাটফর্ম আলাদা হলেও দর্শক একই। এমনটাই মনে করেন অভিষেক। তার মতে, সিনেমা দুটি একদম ভিন্ন, সিনেমার গল্পের ধরনেও আছে ভিন্নতা।

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই জানা যাবে বাবা-ছেলের মধ্যে কে এগিয়ে।

বিগ বুল ও চেহেরে দুই সিনেমার প্রযোজকই আনন্দ পণ্ডিত। তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে একই সপ্তাহে আমার দুটি সিনেমা মুক্তি পাবে যেখানে বাবা-ছেলে অমিতাভ ও অভিষেক অভিনয় করেছেন আলাদাভাবে। আমার মনে হয় না এমন সুযোগ আর কোনো প্রযোজক পেয়েছে। আগে আমি কোনটা দেখব? দুটি সিনেমাই আমি ভালোবাসি। সন্তানদের মধ্যে বাছবিচার করা যায় না।’

এ বিভাগের আরো খবর