বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এটা আহমদ ছফার ‘অলাতচক্র’ না: অমিতাভ রেজা

  •    
  • ২২ মার্চ, ২০২১ ১০:১০

অমিতাভ রেজা বলেন, ‘অলাতচক্র উপন্যাস আর সিনেমার মধ্যে তুলনা করা সম্ভব না। ওটা আলাদা মিডিয়াম; এটা একটা আলাদা মিডিয়াম। ‌‌অলাতচক্র একটা সিনেমা। এটা আহমদ ছফার অলাতচক্র না।’

কথাসাহিত্যিক আহমেদ ছফার অলাতচক্র উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা অলাতচক্র।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গত বৃহস্পতিবার বিকেলে হয় সিনেমাটির প্রিমিয়ার শো।

বিশেষ প্রদর্শনী দেখার পর নিউজবাংলাকে নিজের মতামত জানিয়েছেন দেশের নামী নির্মাতা অমিতাভ রেজা।

সিনেমাটি কেমন লেগেছে জানতে চাইলে অভিতাভ রেজা বলেন, ‘দর্শক হিসেবে আমার ভালো লেগেছে। অলাতচক্র আমার প্রিয় একটা উপন্যাস। সুতরাং এটা পর্দায় দেখা, ক্যারেক্টারগুলোকে পর্দায় দেখা আমার জন্য এক্সাইটিং একটা পার্ট। ওইটা দেখতে পেয়েছি, সেটাই আমার জন্য এক্সাইটিং।’

উপন্যাস আর সিনেমার তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘অলাতচক্র উপন্যাস আর সিনেমার মধ্যে তুলনা করা সম্ভব না। ওটা আলাদা মিডিয়াম; এটা একটা আলাদা মিডিয়াম।

‘‌‌অলাতচক্র একটা সিনেমা। এটা আহমদ ছফার অলাতচক্র না; এটা আসলে হাবিবের অলাতচক্র। সুতরাং এটা তুলনা করার কোনো সুযোগ আমার নাই।’

মুক্তিযুদ্ধের উপন্যাস হিসেবে অলাতচক্রের একটা ভিন্ন ন্যারেটিভ পাওয়া যায়। এই সিনেমায় সেটা কীভাবে দেখছেন গুণী এই নির্মাতা, সে কথাও জানালেন।

তিনি বলেন, ‘প্রচলিত ন্যারেটিভের বাইরে তো অবশ্যই উপন্যাসের বেসিক প্লট পয়েন্টটাই ডিফরেন্ট। সুতরাং অবশ্যই ভিন্ন। তবে এটা সত্যি কথা যে, সিনেমাটা দেখে আমার একটু থ্রিয়েটিক্যাল মনে হয়েছে এবং এর একটা অন্য অ্যাপ্রোচ হয়তো বা ছিল।

‘সব মিলিয়ে একটা ভিন্ন স্বাদ এবং ভিন্ন ভিন্ন চলচ্চিত্র তো হবেই, এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধের ওপর একটা ভিন্ন ন্যারেটিভ দেখার ভঙ্গি আছে মানুষের। সেটা ভালো লাগতে পারে দর্শকদের।’

জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত অলাতচক্র সিনেমাটি মুক্তি পেয়েছে ১৯ মার্চ।

হাবিবুর রহমান পরিচালিত এই সিনেমায় অন্য অভিনেতাদের মধ্যে রয়েছেন আজাদ আবুল কালাম, মাহতাব হোসেনসহ অনেকে।

এ বিভাগের আরো খবর