বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক, লেখক আফসান চৌধুরীর ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ধড়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন কালের পুতুল খ্যাত নির্মাতা আকা রেজা গালিব।
শনিবার বিকেলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী। মুক্তিযুদ্ধে বর্বরোচিত একটি ঘটনাকে নির্ভর করে নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। বিশেষ প্রদর্শনী উপলক্ষে ভিডিও বার্তা পাঠান লেখক আফসান চৌধুরী।
তিনি বলেন, ‘আমার ছোটগল্প নিয়ে গত ১০-১৫ বছরে বেশ কয়েকজন নির্মাতা উৎসাহ দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাণের। সর্বশেষ বছর তিনেক আগে আকা রেজা গালিব ধড় গল্পটি থেকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি চায়। আমি সন্দিহান ছিলাম, কিন্তু গালিব গল্পটিকে চলচ্চিত্রে রূপদান করেছে।’
ধড় সিনেমার বিশেষ প্রদর্শনীতে সংশ্লিষ্টরা। ছবি: সংগৃহীত
নির্মাণের চেয়ে আফসান চৌধুরীর ‘ধড়’ গল্পের ভেতরের শক্তির কথাই বারবার বলেছেন নির্মাতা আকা রেজা গালিব।
তিনি বলেন, ‘আমি মনে করি, এই চলচ্চিত্রটির মূল শক্তি হলো গল্প। গল্পটাই সিনেমাটাকে দাঁড় করিয়েছে। সিনেমাটির যতটুকু শক্তি তার সবটুকুই গল্পের জন্য।’
২৫ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে লুসি তৃপ্তি গোমেজ, আশীষ খন্দকার ও দীপক সুমন।