বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানে সোনু সুদের মুখ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ মার্চ, ২০২১ ১৯:১১

স্পাইসজেটের একটি বিমানে সোনু সুদের ছবি আঁকা হয়েছে। ছবির পাশে লেখা হয়েছে, ‘রক্ষাকর্তা সোনু সুদকে স্যালুট।’   

বলিউডের সিনেমাতে খলচরিত্রেই বেশি দেখা যায় সোনু সুদকে। কিন্তু বাস্তবে তিনি একেবারেই উল্টো চরিত্রের। মানবতার খাতিরে অসংখ্যবার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে দেখা গেছে এ অভিনেতাকে।

কখনও তিনি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার কাজে সাহায্য করেছেন, কখনও বৃদ্ধদের জন্য শীতের পোশাকের বন্দোবস্ত করেছেন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, তার এসব মানবিক কাজকে স্বীকৃতি দিয়েছে ভারতের স্পাইসজেট বিমান। স্পাইসজেটের একটি বিমানে সোনু সুদের ছবি আঁকা হয়েছে। ছবির পাশে লেখা হয়েছে, ‘রক্ষাকর্তা সোনু সুদকে স্যালুট।’

স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, ‘অতিমারির সময়ে সোনু সুদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। তার নিঃস্বার্থ প্রচেষ্টাকে সম্মান জানিয়ে এই বিশেষ ছবি। অতিমারির সময়ে যেভাবে তিনি লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।’

সোনু সুদ নিজের ফেসবুকে এ বিমানের ছবি পোস্ট করে বলেন, ‘মোগা, পাঞ্জাব থেকে অসংরক্ষিত সিটে করে মুম্বাই যাওয়ার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আজ মা-বাবাকে খুব মনে পড়ছে।’

এ বিভাগের আরো খবর