বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিলার হাতে ব্লেড মেরে মোবাইল ছিনতাই

  •    
  • ২০ মার্চ, ২০২১ ১৫:৪৯

ছিনতাইয়ের ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা কোনোভাবেই মন থেকে সরাতে পারছেন না এই গায়িকা। ফেসবুকে মিলা লেখেন, ‘লাইফ এ প্রথম ছিনতাইকারির কবলে পরলাম!’

ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ফোন হারিয়েছেন জনপ্রিয় পপস্টার গায়িকা মিলা ইসলাম। হাতে ব্লেডের পোঁচ দিয়ে মোবাইল নিয়ে পালিয়েছে ছিনতাইকারী।

ছিনতাইয়ের ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা কোনোভাবেই মন থেকে সরাতে পারছেন না এই গায়িকা।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাটির বর্ণনা করে খবরটি নিজেই জানিয়েছেন মিলা।

ফেসবুকে মিলা লেখেন, ‘লাইফ এ প্রথম ছিনতাইকারির কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম!! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হটাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেলো! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

গুরুতর শারীরিক কোনো আঘাত না পেলেও হাতের কবজি ফুলে গিয়েছে গায়িকার।

সেই পোস্টের নিচে মিলা তার ভক্তের কমেন্টের জবাবে লেখেন, ‘আমি ঠিক আছি। কব্জি ফুলে গিয়েছে কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ!’

ঘটনাটি অনেক দুঃখজনক উল্লেখ করে মিলার ভক্তরা তার সুস্থতা কামনা করেছেন সে পোস্টে।

‘ডিস্কো বান্দর’-খ্যাত তুমুল জনপ্রিয় এই গায়িকার সর্বশেষ গান আইস্যালা। এটির ভিডিও ভার্সনসহ গত বছরের ২৩ ডিসেম্বর প্রকাশ পায় ইউটিউবে।

এ বিভাগের আরো খবর