লাভ স্টোরি ২০৫০, হোয়াটস ইয়োর রাশি সিনেমার নায়ক হারমান বাওয়েজা বিয়ে করছেন। কনে সাশা রামচান্দানি একজন পুষ্টিবিদ। ২০২০ সালের ডিসেম্বরে চান্দিগরে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।
বিয়ের আগের অনুষ্ঠানগুলো শুরু হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে অনুষ্ঠানের ছবি। হারমানকে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে নাচতে, গান গাইতে।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা অংশ নিয়েছেন বিয়ের অনুষ্ঠানে। হারমানের খুব কাছের বন্ধু তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুর বিয়ের কিছু ছবি ও ভিডিও দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে সবার সঙ্গে গানের তালে নাচছেন হারমান। আরও এক ছবিতে হবু স্ত্রীসহ বন্ধুদের সঙ্গে দেখা যায় এ অভিনেতাকে।
রাজ কুন্দ্রার ইনস্টাগ্রাম স্টোরিতে হারমানের বিয়ের অনুষ্ঠানের ছবি
হারমান বাওয়েজা ও সাশা রামচান্দানির বাগদানের পর হারমানের বোন রোয়েনা বাওয়েজা ইনস্টাগ্রামে নতুন এ দম্পতির ছবি শেয়ার করে তাদের অভিনন্দন জানান। সাশাকে তাদের পরিবারে স্বাগতম জানান রোয়েনা।
হারমান বাওয়েজা ২০০৮ সালে সিনেমায় আসেন প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে লাভ স্টোরি ২০৫০ সিনেমা দিয়ে। সিনেমাটি অসফল হলেও তিনি আরও কিছু সিনেমায় অভিনয় করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভিক্টরি, দৃশ্যকোণ ও হোয়াটস ইয়োর রাশি।