সিনেমার নাম গড ইজ অ্যা বুলেট। নাম শুনেই ধারণা করা যায় অন্ধকার জগতের গল্প নিয়ে সিনেমাটি তৈরি।
জনপ্রিয় রোম্যান্টিক সিনেমা দ্য নোটবুকের পরিচালক নিক ক্যাসাভেটেস অ্যাকশন-থ্রিলারধর্মী গড ইজ অ্যা বুলেট সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। সিনেমার গল্প নেয়া হয়েছে বোস্টন টেরানের একই শিরোনামের উপন্যাস থেকে।
সিনেমার কাস্টিংয়েও আছে বৈচিত্র। অভিনয় করবেন অস্কারজয়ী রে সিনেমা খ্যাত জেমি ফক্স, এমি মনোনীত ও গেম অফ থ্রোনস খ্যাত নিকোলাজ কোস্টার-ওয়াল্ডাউ, গোল্ডেন গ্লোব মনোনীত ম্যাড মেন সিনেমা খ্যাত জানুয়ারি জোনস, ইট ফলোস সিনেমার মালিকা মনরো ও এনটুরেজ সিনেমার অ্যান্ড্রু ডাইস ক্লে।
নিকোলাজ কোস্টার-ওয়াল্ডাউ অভিনয় করবেন গোয়েন্দা চরিত্রে। বব হাইটাওয়ার নামের এই গোয়েন্দা কর্মকর্তা জানতে পারেন তার স্ত্রীকে খুন করা হয়েছে এবং তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে শয়তানের উপাসনা করা এক সম্প্রদায়ের কিছু সদস্য। তার প্রতিষ্ঠান থেকে এ ঘটনার তদন্ত শুরু হলে, তাতে সন্তুষ্ট হন না বব। চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজেই মেয়েকে খুঁজতে ও স্ত্রীর হত্যাকারীদের ধরতে তদন্ত শুরু করেন।
তবে তার তদন্তের পথটা একটু ভিন্ন। শয়তান উপাসকের বেশ ধরেই সেই সম্প্রদায়ে ঢুকে পরেন বব। তাকে সাহায্য করেন সে দল থেকে পালিয়ে আসা একমাত্র নারী সদস্য কেস হার্ডিন।
কেস হার্ডিনের চরিত্রে অভিনয় করবেন মালিকা মনরো ও জেমি ফক্স অভিনয় করবেন দ্য ফেরিম্যান চরিত্রে।
সিনেমাটি প্রযোজনা করবেন মাইকেল মেন্ডেলসন ও ডন অ্যালেন। সিনেমার প্রি প্রোডাকশনের প্রস্তুতি শুরু হয়েছে মেক্সিকোতে। ২৪ মে থেকে গড ইজ অ্যা বুলেট সিনেমার শুটিং শুরু হবে।