বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুজিববর্ষ: শাহবাগে চলছে সাংস্কৃতিক পরিবেশনা

  • মনিরুল ইসলাম, ঢাবি   
  • ১৯ মার্চ, ২০২১ ১৬:৪০

‘মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে মঙ্গলবার থেকে ১৫ দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ উদযাপন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে চতুর্থ দিনের মতো চলছে ‘মুজিব মানেই স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা।

‘মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে গত মঙ্গলবার শুরু হয় ১৫ দিনব্যাপী এ অনুষ্ঠান । আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ উদযাপন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিভিন্ন আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে। বেলা ৩টা থেকে শুরু হয়েছে দেশাত্মবোধক গান নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা। এরপর ধারাবাহিকভাবে মাইম অ্যাকশন, আবৃত্তি পরিবেশনা এবং সবশেষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শুক্রবারের অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এভাবে ৩০ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে সংগঠনটি ৷

এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির আহ্বায়ক অসীম কুমার বৈদ্য এবং সদস্যসচিব মেহেদী হাসান সানী। বেলা ২টায় আলোকচিত্র প্রদর্শন করা হয়। সাড়ে ৩টায় শুরু হয় ভয়েস অফ ইন্সপিরেশন শীর্ষক মাইম প্রদর্শনী। মাইম প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের সদস্যরা। এ ছাড়া অনুষ্ঠানসূচি মতে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পরিবেশনা, আবৃত্তি এবং বিভিন্ন ব্যান্ডের সংগীত পরিবেশিত হয়।

১৫ দিনব্যাপী এই অনুষ্ঠানসূচিতে আলোচনা সভা আয়োজনের কথা বলা হলেও শুক্রবার পর্যন্ত কোনো আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।

এ ব্যাপারে অনুষ্ঠানের আয়োজক মাতৃভূমি সাংস্কৃতিক সংসদের আহবায়ক অসীম কুমার বৈদ্য নিউজবাংলাকে বলেন, যাদের আলোচনা সবাই শুনতে চায় তারা ১০ দিনব্যাপী রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির কারণে ব্যস্ত থাকায় আলোচনা সভা আয়োজন সম্ভব হয়নি। তবে সুযোগ পেলে এটিরও আয়োজন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের এ আয়োজনে যে কেউ ব্যক্তিগত ও দলগতভাবে যেকোনো ধরনের সাংস্কৃতিক পরিবেশনা করতে পারবেন। এটি সবার জন্য উন্মুক্ত। অংশগ্রহণে ইচ্ছুক যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করতে পারবেন।’

সুবর্ণজয়ন্তী ও জন্মশতবার্ষিকী উদযাপনে এই ভিন্ন আয়োজন কেন জানতে চাইলে অসীম কুমার বৈদ্য বলেন, ‘আমরা যখন দেখলাম বিভিন্ন রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা বা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তখন মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ভিন্ন আয়োজন।’

মাতৃভূমি সাংস্কৃতিক সংসদ প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম।

এ বিভাগের আরো খবর