গান, সিনেমা, ঘুরে বেড়ানো, অভিনয় ও গল্পের ছড়াছড়ি এ শিল্পীর জীবনে। গানের সুরে বেলা বোস, রঞ্জনা, ম্যারি অ্যান, মালা চরিত্রের জন্ম দেয়া শিল্পী, যিনি বরাবরই তাল মেলাতে পেরেছেন সময়ের সঙ্গে, নতুনত্বের সঙ্গে।
সে ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্মের যুগে অঞ্জন দত্ত নিয়ে এলেন তার পরিচালিত প্রথম সিরিজ। থ্রিলারধর্মী এ সিরিজের নাম মার্ডার ইন দ্য হিলস । অঞ্জনের ছেলেবেলার শহর দার্জিলিং ও এর সেন্ট পলস স্কুলে শুটিং হয়েছে এ সিরিজের।
পরিচালকের দায়িত্ব পালনের সঙ্গে এতে অভিনয়ও করেছেন অঞ্জন। নব্বইয়ের দশকের সুদর্শন অভিনেতা টোনি রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন।
দার্জিলিংয়ে অবসর জীবন পার করছেন টোনি। হঠাৎ করেই নিজের জন্মদিনের পার্টিতে রহস্যজনকভাবে খুন হয়ে যান এ অভিনেতা।
প্রথমে মনে হয় মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। পার্টিতে উপস্থিত সাংবাদিক অমিতাভের মনে হয় এ মৃত্যুর পেছনে অন্য কারণ আছে। অমিতাভ নিজের মতো করে এ রহস্যের সমাধানে কাজে লেগে যান, কিন্তু পদে পদে বাধার মুখোমুখি হন তিনি।
সিরিজ এগিয়ে যেতে থাকে ও আরও চরিত্রের আগমন হয়। সিরিজে আরও অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু, রাজদ্বীপ গুপ্ত, সৌরভ চক্রবর্তী, সুপ্রভাত দাস ও রজত গঙ্গোপাধ্যায়।
সিরিজের মিউজিক করেছেন নীল দত্ত।
সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। মুক্তির তারিখ অনির্ধারিত।