বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভালো সিনেমা নিয়ে এগিয়ে যেতে চাই: ইমন

  •    
  • ১৯ মার্চ, ২০২১ ১৫:১২

ইমন বলেন, ‘অনেক সিনেমার কাজের অফার আসে কিন্তু আমি এখন স্ক্রিপ্ট দেখে ভালো ভালো কাজ করার চেষ্টা করছি।’

ঢাকাই চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন চিত্রনায়ক ইমন। এক সঙ্গে অনেক গুলো সিনেমার কাজে ব্যস্ত তিনি।

সিনেমা নিয়ে সেইসব ব্যস্ততার গল্পই নিউজবাংলাকে জানালেন ইমন।

তিনি বলেন, আমার নতুন কাজ চলছে। অক্টোবর থেকেই সাইদুল ইসলাম রানার বীরত্ব নামে একটি সিনেমার শুটিং শুরু করেছি, খুব ভালো হয়েছে কাজ। ওটা শেষ করে কাজ করেছি অঞ্জন আইচের কানামাছি সিনেমায়। এরপর শেষ করলাম বিয়ে আমি করবো না সিনেমা।’

সিনেমা বাদে আর আপাতত আর কোনো ব্যস্ততা নেই ইমনের। তিনি বলেন, ‘আপাতত ভালো ভালো কিছু সিনেমা নিয়েই ব্যস্ত আছি।’

সিনেমার অফার এলেই আর হুটহাট হ্যাঁ বলে দেন না ইমন। বেছে বেছে এখন ভালো গল্পের সিনেমাতেই কাজ করতে চান তিনি।

ইমন বলেন, ‘অনেক সিনেমার কাজের অফার আসে কিন্তু আমি এখন স্ক্রিপ্ট দেখে ভালো ভালো কাজ করার চেষ্টা করছি। যেগুলো আগে করেছি, সেগুলো তো হয়েই গেছে। কিন্তু ভালো সিনেমা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে ২০০৭ সালে ইমনের প্রথম সিনেমা মুক্তি পায় এক বুক ভালোবাসা। এরপর ২০১০ সালে গহিনে শব্দ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান দর্শকমহলে। এরপর ইমনের ঝুড়িতে জমা হয় জোনাকির আলো সিনেমাসহ বেশ কিছু সিনেমা।

এ বিভাগের আরো খবর