ভারতের প্রথম বিলিয়নিয়ার হওয়ার চেষ্টায় ব্যস্ত এক ব্যবসায়ীর গল্প বলবেন অভিষেক বচ্চন। তার নতুন সিনেমা দ্য বিগ বুল-এর ট্রেলারে তাকে এমন এক চরিত্রেই দেখা যায়।
ভারতের পুঁজিবাজারের প্রধান কর্মকর্তা হারশাদ মেহতার জীবন অবলম্বনে এ সিনেমার গল্প লেখা হয়েছে। গত বছরের হানসাল মেহতা পরিচালিত সিরিজ স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি তুমুল জনপ্রিয়তা পায়।
অভিষেক বচ্চনকে এ সিনেমায় দেখা যাবে হেমন্ত শাহ নামে এক স্টকব্রোকারের চরিত্রে, যিনি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখেন।
ট্রেলারে বোঝা যায়, প্রচলিত বলিউডি ধাঁচেই এ সিনেমা বানানো হয়েছে। সিনেমাটি যে ড্রামা, মজাদার সংলাপ, নাচ-গান ও অ্যাকশনে ভরপুর- তা ট্রেলারেই পরিষ্কারভাবে নজরে আসে।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ, নিকিতা দত্ত, সোহাম শাহ ও রাম কাপুর।
পরিচালনায় ছিলেন কুকি গুলাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, আনন্দ পন্ডিত, কুমার মঙ্গত পাঠক ও বিক্রন্ত শর্মা।
সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের অক্টোবরে। করোনা মহামারির জন্য তা স্থগিত করা হয়। সিনেমা সংশ্লিষ্টরা এটি হলে মুক্তি দেয়ার বদলে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৮ এপ্রিল ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে দ্য বিগ বুল।