বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তিযুদ্ধের ৫০ বছর পরও ‘অলাতচক্র’ প্রাসঙ্গিক: জয়া

  •    
  • ১৯ মার্চ, ২০২১ ০৯:০০

জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ।

কথাসাহিত্যিক আহমেদ ছফার ‘অলাতচক্র’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘অলাতচক্র’। স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়ে সিনেমাটিকে খুবই প্রাসঙ্গিক মন্তব্য করেছেন অভিনেত্রী জয়া আহসান।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্সে বৃহস্পতিবার বিকেলে ‘অলাতচক্র’-এর প্রিমিয়ার শোয়ের আগে এ মন্তব্য করেন তিনি। বলেন, ‘সিনেমাটির আরেকটি ঐতিহাসিক বিষয় আছে, সেটি হচ্ছে শুধু বাংলাদেশের নয়, বাংলা ভাষাভাষীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিনেমা, এ জন্যই যে এটি বাংলার প্রথম থ্রিডি সিনেমা।’

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর মতে, যারা আহমদ ছফা পড়েছেন, যারা ভালোবাসেন তার সাহিত্য পড়তে, তাদের অবশ্যই সিনেমাটি দেখা জরুরি। আমার মনে হয় তিনি বাংলা ভাষাভাষীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথাবিরোধী একজন সাহিত্যিক, লেখক।সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে জয়া আহসান বলেন, ‘আমি আমার দর্শকদের বলব, যারা একটু অন্যরকমের শিল্পমানের কাজ ভালোবাসেন, তারা প্লিজ হলে এসে সিনেমাটি দেখবেন।’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমা নিয়ে অভিনেতা আহমেদ রুবেল বলেন, ‘মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে অনেক ধরনের গল্প আমরা দেখেছি। আহমদ ছফার অলাতচক্র উপন্যাসে যেভাবে আছে এটার গল্পটা এরকমই।’

অলাতচক্র সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল। ছবি: নিউজবাংলা

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করে আহমেদ রুলেন বলেন, ‘যে চরিত্রে অভিনয় করেছি সেটা তো এক ধরনের চাপের ব্যাপার। আসলে ব্যক্তি চরিত্রে অভিনয় করা, যাদের সম্পর্কে মানুষ জানে এবং পরিচিত, তাদের চরিত্রে অভিনয় করাটা অন্যরকম একটা বিষয়।’

জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ।

হাবিবুর রহমান পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহতাব হোসেনসহ অনেকে।

এ বিভাগের আরো খবর