বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাইনার চরিত্রে মিশে গেছেন পরিনীতি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ মার্চ, ২০২১ ১৪:২৫

পরিনীতিকে সাইনা সিনেমার জন্য ক্রীড়া বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের থেকে ব্যাডমিন্টন খেলার প্রশিক্ষণ নিতে হয়েছে। তিনি এ চরিত্রে আরও পারদর্শী হওয়ার জন্য সাইনার বডি ল্যাঙ্গুয়েজও রপ্ত করেছেন।

অলিম্পিক মেডেল জিতে নেয়া ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়ার সাইনা নেহওয়ালের ক্যারিয়ার যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমা সাইনা। এ সিনেমায় পরিনীতি চোপড়া অভিনয় করেছেন সাইনা নেহওয়ালের চরিত্রে।

একজন ব্যাডমিন্টন খেলোয়ারের আত্মজীবনীমূলক সিনেমা পরিনীতি চোপড়ার যে বাধা তৈরি করেছিল, তা অনেকটাই তিনি উতরে উঠতে পেরেছেন নিজের পরিশ্রম ও তার টিমের কারণে। পরিনীতি শুধু যে সাইনার মতো অভিনয়ই করেছেন তা নয়, বরং পরিনীতির লুকও দেখতে সাইনার মতোই হয়েছে।

সিনেমায় পরিনীতির একটি লুক সম্প্রতি প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। সেখানে ব্যাডমিন্টন কোর্টে সাইনা ও পরিনীতির দুটি ছবি পাশাপাশি রাখা।

সাইনার সে ছবির লুকে পরিনীতিকে পাশের ছবিতে দেখা যায়। শুধু যে তাদের পোশাক বা অঙ্গভঙ্গিতে মিল তা নয়, তাদের চেহারাতেও মিল লক্ষ্য করার মতো।

বেগুনি রঙের জার্সি, ছোট চুল, বসার ভঙ্গি, হাত নাড়ার ভঙ্গি ও প্রতিটি ছোট ছোট আনুষঙ্গিক বিষয়ে সিনেমার টিম খেয়াল রেখেছে তা এই ছবিটি দেখেই বোঝা যায়।

পরিনীতিকে এ সিনেমার জন্য ক্রীড়া বিশেষজ্ঞ ও প্রশিক্ষকদের থেকে ব্যাডমিন্টন খেলার প্রশিক্ষণ নিতে হয়েছে। তিনি এ চরিত্রে আরও পারদর্শী হওয়ার জন্য সাইনার বডি ল্যাঙ্গুয়েজও রপ্ত করেছেন, সাইনা নেহওয়ালের সহকর্মীদের সঙ্গে মিশেছেন যেন এ চরিত্রকে নিজের মধ্যে জোরদারভাবে ধারন করতে পারেন।

পরিনীতির মেকআপ আর্টিস্ট সাইনার প্রতিটি লুক নিয়ে গবেষণা করেছেন এবং সেভাবে পরিনীতিকে সাজিয়েছেন এ সিনেমার জন্য।

সাইনা সিনেমাটি পরিচালনা করেছেন আমোল গুপ্তে। প্রযোজনা টি সিরিজ ও ফ্রন্ট ফুট পিকচারর্স। সিনেমাটি মুক্তি পাবে ২৬ মার্চ।

এ বিভাগের আরো খবর