প্রথমবারের মতো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে কাজ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা প্রিয় কমলা।
নিউজবাংলার সঙ্গে আলাপকালে অপু জানালেন সেই সিনেমায় কাজের অভিজ্ঞতা।
অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক। এই প্রথম আমি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে কাজ করেছি। একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে; একটা ভালো লাগা কাজ করেছে।
‘বাকিটা দর্শকদের ওপর ছেড়ে দিয়েছি, তারা যেন সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে এবং তাদের অপু বিশ্বাসকে যেন বরাবর যেভাবে সাপোর্ট করে এসেছে, সেই সাপোর্ট করে।’
গত বছরের বিজয় দিবসে প্রিয় কমলা সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর না পাওয়ায় তা আর হয়নি। সে সময় সিনেমাটিতে কিছু সংশোধনী দেয় সেন্সর বোর্ড।
এরপর সেন্সর বোর্ড থেকে সিনেমাটি ছাড়পত্র পেলেও বিজয় দিবসে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে এই ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রদর্শন হবে সিনেমাটি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধনির্ভর এই সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা।