জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাকে নিয়ে নির্মিত চিরঞ্জীব মুজিব সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে।
সিনেমাটি এরই মধ্যে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। এর চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন জুয়েল মাহমুদ।
জুয়েল মাহমুদ নিউজবাংলাকে বলেন, ‘সিনেমার শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সিনেমাটি দেখেছেন। তারা আমাদের প্রচারের প্রস্তুতি নিতে বলেছেন।’
সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে তিনি বলেন, ‘আগামী ২৫ তারিখ আমরা ফাইনাল একটা তারিখ জানাতে পারব, কবে সিনেমাটি মুক্তি পাবে। তবে এখন আমরা পোস্টার, বিলবোর্ডসহ বিভিন্নভাবে প্রচারণার প্রস্তুতি নিচ্ছি।’
এর আগে তিনি নিউজবাংলাকে বলেছিলেন, ‘সিনেমাটি নিয়ে গবেষণা, প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে ২০১৭ থেকে। পরবর্তীতে যখন সিনেমার অভিনয়শিল্পী চূড়ান্ত করার ব্যাপার এলো, তখন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই শিল্পী চূড়ান্ত করেছি।’
সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন আহমেদ রুবেল। পূর্ণিমাকে দেখা যাবে বঙ্গমাতা চরিত্রে।
সিনেমায় কাজের অভিজ্ঞতা জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘এককথায় যদি বলি চিরঞ্জীব মুজিব আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। আমি অনেক কিছু জেনেছি বঙ্গমাতা সম্পর্কে।’
সিনেমাটিতে বঙ্গবন্ধুর মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান ও খায়রুল আলম সবুজ।