বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্কার মনোনীত সিনেমা দেখবেন যেখানে

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ১৩:২৭

৯৩তম অস্কার পুরস্কারের মনোনীত সিনেমার বেশিরভাগই পাওয়া যাচ্ছে ভিডিও অন ডিমান্ড, নেটফ্লিক্স, হুলু, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, অ্যাপল টিভি প্লাস ও ইউটিউবে।

৯৩তম অস্কার পুরস্কারের মনোনীত সিনেমা ও শিল্পীদের নাম ঘোষণা হয়েছে মঙ্গলবার। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২৫ এপ্রিল।

মনোনীত সিনেমার নাম ঘোষণার পর অনেকেই হয়তো ভাবছেন সিনেমাগুলো দেখার। কিন্তু কোথায় দেখবেন সিনেমাগুলো?

বেশিরভাগ সিনেমাই পাওয়া যাচ্ছে ভিডিও অন ডিমান্ড, নেটফ্লিক্স, হুলু, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, অ্যাপল টিভি প্লাস ও ইউটিউবে।

জেনে নেয়া যাক কোন সিনেমা কোন প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে:

ভিডিও অন ডিমান্ড (ভিওডি):

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়াহ সিনেমার দৃশ্য

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়াহ (বেস্ট পিকচার)

মিনারি (বেস্ট পিকচার)

প্রমিজিং ইয়াং উইম্যান (বেস্ট পিকচার)

দ্য ফাদার (বেস্ট পিকচার) আসবে ২৬ মার্চ

কালেক্টিভ (বেস্ট ডকুমেন্টারি ফিচার)

বেটার ডেইজ- হং কং (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম)

কালেক্টিভ- রোমানিয়া (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম)

কো ভাদিস, আইদা? - বসনিয়া ও হার্জেগোভিনা (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম)

নেটফ্লিক্স:

ম্যাঙ্ক (বেস্ট পিকচার)

দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন (বেস্ট পিকচার)

ওভার দ্য মুন (বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম)

ক্রিপ ক্যাম্প (বেস্ট ডকুমেন্টারি ফিচার)

মাই অক্টোপাস টিচার ডকুমেন্টারির দৃশ্য

মাই অক্টোপাস টিচার (বেস্ট ডকুমেন্টারি ফিচার)

ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ (বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম)

অ্যা লাভ সং ফর লাতাশা (বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট)

হুলু:

নোম্যাডল্যান্ড (বেস্ট পিকচার)

দ্য মোল এজেন্ট (বেস্ট ডকুমেন্টারি ফিচার)

অ্যানাদার রাউন্ড সিনেমার দৃশ্য

অ্যানাদার রাউন্ড (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম)

অ্যামাজন প্রাইম:

সাউন্ড অফ মেটাল (বেস্ট পিকচার)

টাইম (বেস্ট ডকুমেন্টারি ফিচার)

ডিজনি প্লাস:

অনওয়ার্ড (বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম)

সোউল সিনেমার দৃশ্য

সোউল (বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম)

বরো (বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম)

অ্যাপল প্লাস টিভি:

উলফওয়াকার্স (বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম)

ইউটিউব:

কোল্যাটে (বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট)

অ্যা কনসার্টো ইজ অ্যা কনভারসেশন (বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট)

ডু নট স্প্লিট (বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট)

অনলাইন:

ফিলিং থ্রু (বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম)

ঘোষণা করা হবে:

দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন –তিউনেশিয়া (বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম)

জিনিয়াস লোকি (বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম)

অপেরা (বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম)

ইয়েস-পিপল (বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম)

হাঙ্গার ওয়ার্ল্ড (বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট)

দ্য প্রেজেন্ট (বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম)

টু ডিস্টান্ট স্ট্রেঞ্জার্স (বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম)

হোয়াইট আই (বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম)

এ বিভাগের আরো খবর