বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু বায়োপিক: বঙ্গবন্ধুকে ছুঁয়ে দেখার সুযোগ

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ১১:৪২

সবাই আশা করছেন বঙ্গবন্ধু বায়োপিকটির মাধ্যমে নতুনরা পরিষ্কারভাবে জানতে পারবেন প্রকৃত ইতিহাস। যেন বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে জানা হবে বাংলাদেশ।

হাজার বছরের শ্রেষ্ঠ বঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু বায়োপিক। কথা ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অর্থাৎ আজকের দিনেই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হয়নি। ২০২২ সালের মার্চে সিনেমাটির মুক্তির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিনেমায় বঙ্গবন্ধুর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্য জ্যোতি। তিনি এক অনুষ্ঠানে সিনেমাটি প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, ‘সিনেমাটি একটি দলিল হয়ে থাকবে। একই সঙ্গে আমার মনে হয়েছে এই সিনেমার মাধ্যমে আমি বঙ্গবন্ধুকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছি।’

সিনেমাটি দেখার পর নতুন প্রজন্মের দর্শকদেরও কী বঙ্গবন্ধুকে ছুঁয়ে দেখার মতো অনুভূতি হবে?

‘এখনই এসব বিষয় নিয়ে কথা বলা বারণ’ জানালেন মওলানা ভাসানী চরিত্রের অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমার মনে হয় সিনেমা দেখার পর তোমরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে পারবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেতা শুটিংকালের অভিজ্ঞতা জানিয়েছেন নিউজবাংলাকে।

তিনি বলেন, ‘মুম্বাইয়ে শুটিং সেট এবং যে আয়োজন তা আমাদের সবার অদেখা। যেমন বিশাল সেট তেমন আয়োজন। একেকটা দৃশ্য অনেক রকম অ্যাঙ্গেল থেকে নেন তারা।’

মওলানা ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ ও সহশিল্পী। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘একটা সিকোয়েন্স করতেই সারা দিন লেগে যেত। শুটিংয়ের আয়োজনটা মেইনটেইন করতেই এত সময় লাগত।’

সিনেমাটির প্রযুক্তিগত বিষয়ে অভিনেতারা অনেক কিছু বললেও চিত্রনাট্য নিয়ে বা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের কোন সময়কে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, সে বিষয়ে কেউ কোনো কথা বলেননি।

নিউজবাংলা থেকে মেইলে পাঠানো এক প্রশ্নের উত্তরে পরিচালক শ্যাম বেনেগাল বলেছিলেন, ‘সিনেমায় বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন উঠে আসবে।’

মুম্বাইতে বানানো সেট। ছবি: সংগৃহীত

এই উত্তর থেকে আগ্রহ না মিটলেও ছোট ছোট করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে বিভিন্ন মাধ্যমে থেকে।

নিউজবাংলাকে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘তার মেকআপ করতেই নাকি সময় লাগছে ৩-৪ ঘণ্টা।’

অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও আরিফিন শুভ। ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ভারত সফরের সময় মুম্বাই গিয়েছিলেন শুটিং দেখতে। সে সময় নিউজবাংলার সংবাদে প্রকাশিত হয়েছিল, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে আটকে রাখা হয়েছিল ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে। ধানমন্ডির সেই বাড়ির আদলে মুম্বাইয়ে তৈরি করা হয়েছে শুটিং সেট।

মুম্বাইতে শুটিংয়ের সময় অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

এই পরিশ্রমগুলো নিশ্চয়ই বঙ্গবন্ধু, তার সংগ্রাম ও জীবনকে নতুন করে তুলে ধরবে নতুন প্রজন্মের কাছে। এমন অনেক গল্প, দৃশ্য বা মুহূর্ত তৈরি হবে যা হয়তো সাধারণ মানুষ জানেন না কোনোভাবেই।

অভিনেতা রাইসুল ইসলাম আসাদ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, ‘আমরা দূর থেকে অনেক কিছুই দেখি। যা দেখে আমরা পরিষ্কার কোনো ধারণা পাই না। তাতে করে আমাদের মধ্যে কষ্ট তৈরি হয়। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে, কষ্ট পাওয়া সেই ঘটনাগুলো প্রকৃতভাবে জেনেছি। আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে।’

তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে পরিচিতিপর্বে বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা। ছবি: নিউজবাংলা

সবাই আশা করছেন বঙ্গবন্ধু বায়োপিকটির মাধ্যমে নতুনরা পরিষ্কারভাবে জানতে পারবেন প্রকৃত ইতিহাস। যেন বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে জানা হবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর