বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কাউবয় বিবপ’ এর শুটিং শেষ

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ১২:২১

যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, সোমবার নেটফ্লিক্স সিরিজটির নির্মাণকাজ শেষ হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

অনেক চরাই-উতরাইয়ের পর জাপানের জনপ্রিয় অ্যানিমে সিরিজ কাউবয় বিবপ এর লাইভ অ্যাকশন সিরিজের শুটিং শেষ হয়েছে।

নেটফ্লিক্স এই লাইভ অ্যাকশন সিরিজ বানানোর ঘোষণা দেয় ২০১৭ সালের জুনে। ২০১৮ সালে নভেম্বরে কাজ শুরু হয় প্রোডাকশনের।

ছয় মাস পর পিনেডা, জন চো, মোস্তফা শাকির ও অ্যালেক্স হাসেলকে এ সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়। এ চুক্তির কিছু মাস পরেই নিউজিল্যান্ডে কাউবয় বিবপ এর লাইভ অ্যাকশন সিরিজের শুটিং শুরু হয়।

২০১৯ সাল থেকে ১০ পর্বের সিরিজটির শুটিং শুরু হলেও নানা প্রতিবন্ধকতায় সেটি আটকে যায়।

কয়েকটি পর্ব শুটিং হওয়ার পর অভিনেতা জন চো শুটিং সেটে গুরুতর আহত হন। তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। এ কারণে ২০১৯ সালের অক্টোবরে শুটিং স্থগিত হয়ে যায়।

এর কিছু মাস পরেই বিশ্বব্যাপী করোনা মহামারি ও লকডাউন শুরু হয়। সিরিজের অভিনতা ড্যানিয়েলা পিনাডা গত সপ্তাহে ইনস্টাগ্রামে ঘোষণা দেন কাউবয় বিবপ সিরিজের প্রথম সিজনের শুটিং শেষ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, সোমবার নেটফ্লিক্স সিরিজটির নির্মাণকাজ শেষ হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

কাউবয় বিবপ অ্যানিমে নির্মাণ করেছে সানরাইজ স্টুডিও। সানরাইজ স্টুডিও, টুমরো স্টুডিও, মিডনাইট রেডিও ও লেখক ক্রিস ইয়োস্ট মিলে লাইভ অ্যাকশন সিরিজটি তৈরি করেন।

২০৭১ সালের একদল বাউন্টি হান্টারদের ঘিরে আবর্তিত হয় কাউবয় বিবপ সিরিজের কাহিনী। টাকার বিনিময়ে পলাতক আসামীদের ধরে দেয়ার কাজ করে তারা। বিবপ নামের স্পেসশিপে করে তারা ঘুরে বেড়ায়।

সায়েন্স ফিকশন, ওয়েস্টার্ন ও ফিল্ম নোয়ার ধাঁচের এ সিরিজটি একাকীত্ব, অতীতের তাড়না ও বিষাদের গল্প বলে। ১৯৯৮ সালের ৩ এপ্রিল সিরিজটি জাপানে প্রথম প্রচার হয়।

এ লাইভ অ্যাকশন সিরিজে পিনাডা, শাকির, হ্যাসেল ও চো ছাড়া আরও অভিনয় করবেন এলেনা স্যাটিন, অ্যালেক্স হ্যাসল। পোস্ট প্রোডাকশন শেষে ২০২১ সালে মুক্তি পাবে কাউবয় বিবপ।

এ বিভাগের আরো খবর