এ বছরের অস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস।
সোমবার দুই পর্বের উপস্থাপনার মধ্য দিয়ে মনোনীতদের নাম ঘোষণা করলেন জনপ্রিয় এই দম্পতি।
মানক, মিনারি, নোমাডল্যান্ড ও দি ট্রায়াল অফ দি শিকাগো-৭ এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছে।
এবারের অস্কারের জন্য মনোনীত ব্রিটিশ তারকাদের মধ্যে রয়েছেন সাচা ব্যারন-কোহেন, কেরি মুলিগান, অলিভিয়া কলম্যান, ড্যানিয়েল কালুয়া এবং স্যার অ্যান্থনি হপকিন্স।
মনোনয়নের দৌড়ে যুক্তরাজ্যের অন্যদের মধ্যে এগিয়ে রয়েছেন ভেনেসা কিরবি, গ্যারি ওল্ডম্যান এবং রিজ আহমেদ।
জনপ্রিয়তার বিবেচনায় ফ্রান্সেস ম্যাকডরমান্ড, গ্লেন ক্লোজ, ভায়োলা ডেভিস এবং প্রয়াত চ্যাডউইক বোসম্যানের কাছাকাছি এসে গেছেন তারা।
দুজন নারী এবার সেরা পরিচালকের জন্য মনোনীত হয়েছেন। অস্কারের ৯৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একাধিক নারী পুরস্কারের জন্য চূড়ান্ত ও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
নোমডল্যান্ড পরিচালনার জন্য ক্লো ঝাও মনোনীত হয়েছেন। ব্রিটেনের এমেরাল্ড ফেনেল- দি ক্রাউন ছবিতে ক্যামিলা পার্কার-বোলেসের চরিত্রে সম্ভাবনাময়ী এক নারীর চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছেন।
চূড়ান্ত বিজয়ীদের নাম এ বছর ২৫ এপ্রিল ঘোষণা করা হবে।