বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আম্মু খালি ভুল ধরে’

  •    
  • ১৫ মার্চ, ২০২১ ১৮:৫৫

গানটি গাওয়া প্রসঙ্গে রোদেলা বলেন, ‘আমি সত্যি ভীষণ নার্ভাস ছিলাম। আম্মু খালি ভুল ধরে। গানে বেশি মিউজিক এর বাহুল্য ছিল না, আম্মু চায়নি বলেই। ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সিনেমা বা সিঙ্গেল- সবখানেই তার গাওয়া গান মন ছুঁয়েছে কোটি শ্রোতার। ভালো কাজের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন আরও অনেক পুরস্কার। তবে মানুষের ভালোবাসা পাওয়াই তার কাছে সবচেয়ে বেশি আনন্দের।

তবে এবার তার চেয়েও বড় আনন্দ ছুঁয়ে গেছে ন্যান্সিকে। কারণ ন্যান্সির বড় মেয়ে রোদেলার একটি কাভার সং প্রকাশ পেয়েছে অনলাইনে। এই গানের জন্য রোদেলাকে নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে; প্রকাশ হচ্ছে সাক্ষাৎকার।

এসব দেখে আপ্লুত ন্যান্সি জানিয়েছেন, এতদিন তার ইন্টারভিউ নিতে আসতেন সাংবাদিকরা। আর এখন রোদেলার ইন্টারভিউ নিতে আসছেন অনেকে। মা হিসেবে ন্যান্সির কতটা ভালো লাগছে সেটা সে ভাষায় প্রকাশ করতে পারছেন না।

মেয়েকে শুভেচ্ছা জানিয়ে ন্যান্সি লিখেছেন, ‘মা, তুমি আমাকেও ছাড়িয়ে যাও।’

কাওসার আহমেদ চৌধুরীর লেখা লাকী আখন্দের সুর ও সংগীতে অনবদ্য সৃষ্টি ‘আমায় ডেকো না’ গানটি গেয়েছেন রোদেলা। ১৩ মার্চ অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ। গানের একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।

গানটি গাওয়া প্রসঙ্গে রোদেলা বলেন, ‘আমি সত্যি ভীষণ নার্ভাস ছিলাম। আম্মু খালি ভুল ধরে। গানে বেশি মিউজিক এর বাহুল্য ছিল না, আম্মু চায়নি বলেই। ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আরও ভালো কিছু করব বলে আশা করছি।’

এ বিভাগের আরো খবর