বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সালমান একবার যা বলেন, তাই করেন

  •    
  • ১৪ মার্চ, ২০২১ ২০:০৯

ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে, প্রভু দেবা পরিচালিত রাধে সিনেমাটি কোরিয়ার সিনেমা ভেটেরান এর রিমেক। হাইপ্রোফাইল একটি মামলার তদন্তে এক জন গোয়েন্দাকে ঘিরে এগিয়ে যায় সিনেমার গল্প।  

সালমান খানের সিনেমা ছাড়া যেন ঈদের খুশি পূর্ণ হয় না বলিউডে। ভক্তরাও আগ্রহ নিয়ে বসে থাকেন সালমানের সিনেমার জন্য।

করোনার কারণে ২০২০ এ সব বন্ধ থাকলেও ২০২১ এ চমক নিয়ে রুপালি পর্দায় ফিরছেন বলিউড ভাইজান। ঈদে আসছেন তিনি।

ঈদকে সামনে রেখে মুক্তি পাচ্ছে তার রাধে সিনেমাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেরাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই এর পোস্টার শেয়ার দিয়ে সালমান নিজেই জানালেন সে খবর।

পোস্টার শেয়ার করে সালামান খান লিখেছেন, ‘প্রতিশ্রুতি ছিল, এই সিনেমা ঈদেই আসবে, কারণ একবার যা আমি বলি…

এরপর হ্যাশট্যাগ যুক্ত করে ভাইজান লেখেন, ‘১৩ মে রাধে আসছে।’

ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে, প্রভু দেবা পরিচালিত রাধে সিনেমাটি কোরিয়ার সিনেমা ভেটেরান এর রিমেক। হাইপ্রোফাইল একটি মামলার তদন্তে এক জন গোয়েন্দাকে ঘিরে এগিয়ে যায় সিনেমার গল্প।

রাধের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বিজয় মৌর্য্য। যিনি এর আগে গালি বয়, চিল্লার পার্টির মতো সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন।

সিনেমাটিতে অ্যাকশনের কাজ করেছে কোরিয়ান একটি দল এবং তাদের সঙ্গে ছিলেন কেজিএফ সিনেমার অ্যাকশন মাস্টার আনবু-আরিভু।

এই সিনেমায় সালমান খানের নায়িকা হিসেবে দেখা যাবে দিশা পাটানিকে। আরও অভিনয় করেছেন রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ।

এদিকে, রাধে ছাড়াও অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ ও টাইগার ৩ কাজে ব্যস্ত সময় পার করছেন বলিউড ব্যাচেলর সালমান খান।

এ বিভাগের আরো খবর