বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতার জন্মদিন আজ রোববার। ৫৬ বছরে পা দিলেন আমির খান। ১৯৬৫ সালের ১৪ মার্চ জন্ম এ প্রতিভাবান অভিনেতার।
বলিউডকে তিনি দিয়েছেন লাগান, গজনি, থ্রি ইডিয়টস, তারে জমিন পার, পিকের মতো জনপ্রিয় ও সফল সিনেমা।
আমির খানের ৫৬তম জন্মদিনে তার সম্পর্কে মজার কিছু তথ্য জেনে নেয়া যাক:
আমির খানকে মিস্টার পারফেকশনিস্ট বলার কারণ হলো, তিনি তার কাজ নির্ভুলভাবে করার চেষ্টা করেন। কোনো সিনেমায় কথা দেয়ার আগে সিনেমার সম্পূর্ণ স্ক্রিপ্ট হাতে চান। একসময়ে শুধু একটি সিনেমাতেই অভিনয় করেন, যেখানে বলিউডের অন্য অভিনয়শিল্পীরা একই সঙ্গে অনেকগুলো সিনেমায় কাজ করেন।
বাবা, মা ও ভাইয়ের সঙ্গে শিশু আমির খান
রিনা দত্তের সঙ্গে বিয়ের পর তিনি তার বাবা-মায়ের বিল্ডিংয়ে আলাদা ফ্ল্যাটে থাকতেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।
ব্রিটিশ পরিচালক আলফ্রেড হিচককের ভক্ত আমির খান।
আমির সিনেমায় সবচেয়ে জনপ্রিয় জুটি বাঁধেন জুহি চাওলার সঙ্গে। রানী মুখার্জির সঙ্গেও তার জুটি জনপ্রিয় ছিল। জুহি ও রানীর সঙ্গে এখনও বন্ধুত্বের সম্পর্ক আছে আমিরের।
আমির খানের পূর্বপুরুষরা আফগানিস্তানের অধিবাসী।
আমির খান
মোমের মূর্তি তৈরি করা জনপ্রিয় মাদাম তুসোর জাদুঘর আমির খানের মূর্তি বানাতে চেয়েছিল। কিন্তু আমির সম্মতি দেননি।
যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন আমির খানকে পরিচয় দেয় বলিউডের শন পেন হিসেবে।
আমির খানের পছন্দের অভিনেতা হলেন, ড্যানিয়েল ডে-লুইস ও দীলিপ কুমার।
টেনিস খেলার ভক্ত আমির খান।
ভারতের প্রথম ১০০ কোটি রুপি আয় করা সিনেমা আমিরের ২০০৮ সালের গজনি।
লাগান সিনেমার পোস্টার
আমির খান প্রযোজিত ও অভিনীত লাগান সিনেমা তৃতীয় ভারতীয় সিনেমা, যেটি অস্কারে মনোনয়ন পেয়েছে।
আমির খান জনপ্রিয়তা পান কেয়ামত সে কেয়ামত তাক সিনেমা দিয়ে। এ সিনেমার বাজেট খুব কম ছিল। আমির খান আরও একজনের সঙ্গে মিলে বাসে ও অটোরিকশাগুলোতে এ সিনেমার পোস্টার লাগানোর কাজ করেছেন।
কেয়ামত সে কেয়ামত তাক সিনেমায় সফলতা পাওয়ার পর তিনি মারুতি ৮০০ মডেলের গাড়ি ও একটি ফ্ল্যাট কেনেন।
লাল সিং চাড্ডা সিনেমার পোস্টার
আমিরের পরবর্তী সিনেমার নাম লাল সং চাড্ডা। হলিউডের জনপ্রিয় সিনেমা ফরেস্ট গাম্পের গল্পে এ সিনেমা তৈরি হচ্ছে। এ সিনেমায় আমিরের বিপরীতে আছেন কারিনা কাপুর খান।