বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিশ্রুতি রাখলেন অক্ষয়-সালমান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ মার্চ, ২০২১ ১২:১৬

অক্ষয় কুমার অভিনীত সুরিয়াবংশী সিনেমাটি হলে মুক্তি পাচ্ছে আগামী ৩০ এপ্রিল ও সালমান খানের রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি মুক্তি পাবে ১৩ মে।

পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্স সিনেমা সুরিয়াবংশী মুক্তির তারিখ নিয়ে অনেক দিন থেকেই মিডিয়াতে চলছিল জল্পনাকল্পনা। এর অবসান হলো যখন রোববার অক্ষয় কুমার সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন।

অক্ষয় কুমার অভিনীত সুরিয়াবংশী সিনেমাটি হলে মুক্তি পাচ্ছে আগামী ৩০ এপ্রিল। সিনেমাটি এর আগে মুক্তি দেয়ার কথা ছিল ২ এপ্রিল।

এ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দিতে অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, ‘আমরা কথা দিয়েছিলাম এ সিনেমায় আপনাদের সিনেমাটিক অভিজ্ঞতা দেব, এবং তাই আপনারা পাবেন। অপেক্ষা শেষ হলো। পুলিশ এসে গেছে। বিশ্বব্যাপী ৩০ এপ্রিল ২০২১-এ সুরিয়াবংশী মুক্তি পাচ্ছে।’

রোহিত শেট্টির কপ ইউনিভার্স সিনেমা সুরিয়াবংশীতে ক্যামিয়ো দিবে রোহিত পরিচালিত সিম্বা ও সিংহাম সিনেমার দুই প্রধান চরিত্র। অর্থাৎ, সুরিয়াবংশী সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি আরও দেখা যাবে রণবীর সিং ও অজয় দেবগনকে। এই তিন পুলিশের সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ।

সুরিয়াবংশী সিনেমার দৃশ্য

সালমান খানও তার দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন। তিনি ভক্তদের কথা দিয়েছিলেন রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি মুক্তি দেয়া হবে এ বছর ঈদে। তিনিও তার কথা রাখলেন।

শনিবার টুইটারে সালমান ঘোষণা দিলেন রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি মুক্তি পাবে ১৩ মে।

সালমান খান টুইটারে বলেন, ‘ঈদের প্রতিশ্রুতি ছিল, ঈদেই আসবে। কারণ একবার আমি যা বলি…’

রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার পোস্টার

রাধে সিনেমা পরিচালনা করেছেন প্রভু দেবা। এতে অভিনয় করেছে দিশা পাটানি, রণদিপ হুদা ও জ্যাকি শ্রফ।

এ বিভাগের আরো খবর