বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্ডারওয়ার্ল্ডের সত্য কাহিনি নিয়ে মুম্বাই সাগা!

  •    
  • ১৩ মার্চ, ২০২১ ২০:১৩

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে ডি কে রাও হিসেবে পরিচিত রবি মললেশ বোড়ার জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মুম্বাই সাগা।

বলিউড প্রেমী ও জন আব্রাহামের ভক্তদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে যাচ্ছেমুম্বাই সাগা।

গত বছরের ১৯ জুন সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয় নি। প্রায় এক বছর পর এবার সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির পরিচালক সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, ১৯ মার্চ মুক্তি পাচ্ছে মুম্বাই সাগা।

গত ২৬ ফেব্রুয়ারি সিনেমাটির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে যায় বি-টাউনে। মুম্বাইয়ের অপরাধ জগতের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। যে সময়টায় মুম্বাইয়ের অনেক কিছুই নিয়ন্ত্রণ করতো আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারেরা।

তেমনই এক গ্যাংস্টার অমর্ত্য রাওয়ের চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। আরও আছেন ইমরান হাশমি, সুনিল শেঠি, জ্যাকি শ্রফ, কাজল আগারওয়াল, প্রতিক বাব্বার, গুলশান গ্রোভার।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে ডি কে রাও হিসেবে পরিচিত রবি মললেশ বোড়ার জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মুম্বাই সাগা।

মুম্বাই সাগা মুক্তির ঘোষণা। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় মুম্বইয়ের তালোজা কারাগারে এখনও বন্দী আছেন রবি মললেশ বোড়া।

মুম্বাই সাগা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

সিনেমাটি মুক্তি স্থগিত করতে আবেদন করেছিল রবি মললেশ বোড়ার আইনজীবী প্রশান্ত পাণ্ডে ও প্রদীপ সিং। তবে সিনেমাটির মুক্তি স্থগিত করার অনুমতি দেয়নি মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইমস অ্যাক্ট (এমকোসিএ) আদালত।

এ বিভাগের আরো খবর