বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাগা ও ড্রাইভারের ‘হাউজ অফ গুচি’

  •    
  • ১৩ মার্চ, ২০২১ ১৮:১২

জনপ্রিয় ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির প্রতিষ্ঠাতা গুচিও গুচির নাতি মাওরিজিও গুচি ও তার স্ত্রী প্যাট্রিজিয়া রেজিয়ানির জীবনের সত্য ঘটনা নিয়ে হাউজ অফ গুচি সিনেমার গল্প লেখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ সংগীতশিল্পী লেডি গাগা মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে অভিনেতা অ্যাডাম ড্রাইভারের সঙ্গে।

দুজনেই অত্যন্ত কেতাদুরস্ত শীতের পোশাক পরে বরফাচ্ছন্ন পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এমন ছবি নজর কেড়েছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের।

এমন ছবি তোলার পেছনে কারণ হলো, এ দুই তারকা অভিনয় করছেন রিডলি স্কট পরিচালিত হাউজ অফ গুচি সিনেমায়।

জনপ্রিয় ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির প্রতিষ্ঠাতা গুচিও গুচির নাতি মাওরিজিও গুচি ও তার স্ত্রী প্যাট্রিজিয়া রেজিয়ানির জীবনের সত্য ঘটনা নিয়ে হাউজ অফ গুচি সিনেমার গল্প লেখা হয়েছে।

১৯৭৩ সালে গুচি দম্পতি বিয়ে করেন। প্যাট্রিজিয়া রেজিয়ানি সমাজের অভিজাত শ্রেণির পরিচয় দিতেন। ‘সাইকেলে চড়ে খুশি থাকার চেয়ে আমি রোলস-রয়েসে বসে কান্না করাটাই বেশি পছন্দ করব’- এমন কথাও তাকে বলতে শোনা গেছে। অন্যদিকে মাওরিজিও গুচিও অনেক অর্থ খরচ করতেন।

১৯৮৫ সালে হঠাৎ করেই মাওরিজিও বিবাহবিচ্ছেদের জন্য আপিল করেন। ১৯৯১ সালে এ বিচ্ছেদ কার্যকর হয়।

তাদের বিচ্ছেদের কিছু বছর পর মাওরিজিও তার মিলান অফিসের সামনে খুন হন। পরে জানা যায়, মাওরিজিওর স্ত্রী প্যাট্রিজিয়াই তাকে খুন করান। ১৯৯৭ সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং ইতালিয়ান সংবাদমাধ্যম তাকে ‘ব্ল্যাক উইডো’ আখ্যা দেয়।

জানা যায়, প্যাট্রিজিয়া তার স্বামীকে খুন করার জন্য ৩ লাখ ৬৫ হাজার ডলার দিয়ে গুপ্তঘাতক ভাড়া করেন। প্যাট্রিজিয়াকে ২৯ বছরের কারাদণ্ড দেয়া হয়।

২০১৪ সালে তিনি ছাড়া পান এবং খুব স্বচ্ছন্দেই তার স্বামীর খুনের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেন। সে সময়ে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি নিজে কেন মাওরিজিওকে খুন করলেন না? কেন একজন গুপ্তঘাতক ভাড়া করলেন? উত্তরে তিনি বলেন, ‘আমার দৃষ্টিশক্তি ভালো না। আমি চাইনি নিশানা ছুটে যাক।’

হাউজ অফ গুচি সিনেমার সেটে অ্যাডাম ড্রাইভার ও লেডি গাগা

স্কট এ গল্প নিয়ে সিনেমা বানাতে চাইছিলেন দশ বছরেরও বেশি সময় ধরে। শোনা যায়, এই একই গল্পে আন্দ্রিয়া বেরলফের চিত্রনাট্যে সিনেমায় অভিনয় করার কথা ছিল আঞ্জেলিনা জোলি ও লিওনার্দো ডিক্যাপ্রিওর।

এরপর ২০১২ সালে শোনা যায়, স্কটের মেয়ে জর্ডান স্কট এ গল্পে সিনেমা বানাবেন এবং তাতে অভিনয় করবেন পেনেলোপি ক্রুজ। ২০১৬ সালে আবারও শোনা যায়, অভিনয়শিল্পী মারগট রবিকে নিয়ে পরিচালক ওং কার ওয়াই এ সিনেমা বানাবেন।

অবশেষে হাউজ অফ গুচি সিনেমার চিত্রনাট্য লেখা হয় ২০১৯ সালে। এতে আরও অভিনয় করবেন আল পাচিনো, জেরেমি আইরনস, জ্যারেড লেটো, জ্যাক হাস্টোন ও রিভি কার্নি।

এ বিভাগের আরো খবর