আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজা পরিচালিত মুক্তি প্রতীক্ষিত সিনেমা রিকশা গার্ল। ২০১৯ সালের মাঝামাঝি এর দৃশ্যধারণ শুরু হয়। সিনেমার অন্যান্য সব কাজ শেষ হয়েছে।
সিনেমাটি এখন ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক অমিতাভ রেজা।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে। দেখা যাক কোথায় সিনেমাটির প্রিমিয়ার হয়।’
ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর দেশে রিকশা গার্ল সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হবে। এখনও সিনেমাটির সেন্সর জমা দেয়া হয়নি। অমিতাভ রেজা জানান, এর জন্য আরও সময় নেবেন তারা।
সিনেমাটির একটি ওয়েবসাইট রয়েছে। সেখানে রাখা হয়েছে সিনেমাটির বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র।
মিতালি পার্কিন্সের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন শর্বরী জেড আহমেদ ও নাসিফ আমিন।
রিকশা গার্ল সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী, আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।
রিকশা গার্ল সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। ছবি: সংগৃহীত
ক্যামেরার পেছনে পরিচালক অমিতাভ রেজা। ছবি: সংগৃহীত
রিকশা পেইন্ট করা দেয়ালের সামনে সিনেমার অভিনেত্রী মোমেনা চৌধুরী। ছবি: সংগৃহীত
রিকশা গার্ল সিনেমার দৃশ্যে নভেরা রহমান। ছবি: সংগৃহীত
রিকশা পেইন্ট। ছবি: সংগৃহীত
রিকশা গার্ল সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত