পারকাশনিস্ট পার্থ গুহ, প্যাডিস্ট হানিফ আহমেদ, বেজ গিটারবাদক রাহাত, কণ্ঠশিল্পী বিউটি, গিটারিস্ট পাপ্পু আর কিবোর্ডিস্ট নন্দন সবাই মিলে একটি হায়েস গাড়িতে কক্সবাজার যাচ্ছিলেন কনসার্ট করতে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এতে নিহত হন পারকাশনিস্ট পার্থ গুহ ও প্যাডিস্ট হানিফ আহমেদ। কণ্ঠশিল্পী বিউটির অবস্থাও আশঙ্কাজনক।
বাকিরাও নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। তাদের মধ্যে বেজ গিটারিস্ট রাহাত দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। গাড়ির একদম প্রথম সিটে ছিলেন তিনি।
‘আমি ছিলাম একদম সামনে অর্থাৎ ড্রাইভারের পাশের সিটে।
‘হানিফ ভাই (হানিফ আহমেদ), পার্থ দা (পার্থ গুহ) আর কণ্ঠশিল্পী বিউটি ছিলেন মাঝখানের সিটে।
‘তাদের পেছনের সিটে ছিলেন গিটারিস্ট পাপ্পু আর কিবোর্ডিস্ট নন্দন।
‘আমরা চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। আমরা যেদিকে যাচ্ছিলাম, তার উলটো দিকে যাবার রাস্তা ডিভাইডার দিয়ে ভাগ করা ছিল।
‘সেই উলটো দিকের রাস্তায় একটি গাড়ি অ্যাকসিডেন্ট করে আইল্যাল্ডের ওপর দিয়ে উঠে আমাদের গাড়ির ওপর এসে পড়ে।
দুর্ঘটনাকবলিত হায়েস গাড়িটি।
‘আমাদের গাড়িটা কয়েকবার উলটে গিয়ে ধাক্কা খায় রাস্তার পাশের একটি ইলেকট্রিক লাইনের পিলারের সঙ্গে।
‘গাড়ির ছাদের ভেতরের অংশটি একদম চেপে যায় হানিফ ভাই, পার্থ দা ও বিউটি যেখানে বসা ছিল ঠিক সেখানে। এদের সবার মাথায় প্রচণ্ড চাপ পড়ে।
‘সিটে বসা অবস্থায় পার্থ দাকে (পার্থ গুহ) আমরা মৃত অবস্থায় পাই। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে যাওয়ার পর হানিফ ভাই মারা যান।
বিউটি এখনও আশঙ্কামুক্ত নয়। আমাদের জন্য দোয়া করবেন।’