বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেব প্যাটেল পরিচালিত সিনেমার দাম ৩ কোটি ডলার

  •    
  • ১৩ মার্চ, ২০২১ ১৫:০০

দেব প্যাটেল বলেন, ‘নেটফ্লিক্সের সঙ্গে এই অভিযানের যুক্ত হতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত।’ মাঙ্কি ম্যান সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২০২২ সালে।

স্লামডগ মিলিয়নিয়ার খ্যাত ভারতীয় অভিনেতা দেব প্যাটেল এবার পরিচালনায় নাম লিখিয়েছেন। তার পরিচালিত প্রথম সিনেমা মাঙ্কি ম্যান। সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

নতুন খবর হলো নেটফ্লিক্স কিনে নিয়েছে মাঙ্কি ম্যান সিনেমাটি। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটি সিনেমাটির জন্য খরচ করেছে ৩ কোটি ডলার।

বিনোদনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ভ্যারাইটি থেকে জানা যায়, স্পেন, লাতিন আমেরিকা, আইসল্যান্ড, প্রাক্তন যুগোস্লাভিয়া, পোল্যান্ড, রাশিয়া, বাল্টিক রাজ্য, হংকং, ইন্দোনেশিয়া, প্যান এশিয়ান পিটিভি ও চায়নায় সিনেমাটি দেখাবে নেটফ্লিক্স।

মাঙ্কি ম্যান সিনেমায় পরিচালনার পাশাপাশি দেব প্যাটেল অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এ সিনেমায় তাকে দেখা যাবে জেল থেকে ছাড়া পাওয়া এক যুবকের চরিত্রে। বহু বছর আগে কিছু মানুষ তার সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। সেই প্রতিশোধ নিতেই দেব প্যাটেলের চরিত্র জড়িয়ে পড়ে নানা কর্মকাণ্ডে।

সিনেমার চিত্রনাট্য করেছেন দেব প্যাটেল, পল আনগুনাওয়েলা ও জন কোলি। এ সিনেমায় আরও অভিনয় করেছেন টেড কে সিনেমার শার্লটো কোপলি ও গোস্ট স্টোরিজ সিরিজের শোভিতা ধুলিপালা। সিনেমাটি ব্রন স্টুডিও, থান্ডার রোড পিকচার্স ও ক্রিয়েটিভ ওয়েলথ মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

দেব প্যাটেল বলেন, ‘নেটফ্লিক্সের সঙ্গে এই অভিযানে যুক্ত হতে পেরে আমি অনেক উচ্ছ্বসিত।’ মাঙ্কি ম্যান সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২০২২ সালে।

লায়ন সিনেমার জন্য অস্কার মনোনীত দেব প্যাটেলের দ্য গ্রিন নাইট সিনেমা মুক্তি পাবে আগামী জুলাইতে। এ সিনেমাটি প্রযোজনা করেছে এ টোয়েন্টিফোর প্রতিষ্ঠান।

এ বিভাগের আরো খবর