বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রঙিন স্বপ্নের সাদাকালো গল্প

  •    
  • ১২ মার্চ, ২০২১ ২১:২১

নিউজবাংলাকে নিরব বলেন, ‘ঘটনাটি এমন যে, ছেলে-মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই তারা নানা রকম স্বপ্ন বুনছেন। কিন্তু বিয়ের কিছু দিন আগে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয় ছেলেটি। আর মেয়েটি তখন পড়ে ঘোর অমানিশায়।’

ছবিটি সাদাকালো। তবু যেন মিশে আছে নানা রঙের অনুভূতি। সেই অনুভূতি হতে পারে ভালোবাসার, বিরহের।

ছবিটি দেখে এর অন্তর্নিহিত গল্প হয়তো আরও নানাভাবে ব্যাখ্যা করতে চাইবেন দর্শকরা।

ফিরে দেখা সিনেমার সেট থেকে বৃহস্পতিবার তোলা হয়েছে এমন একটি স্থিরচিত্র।

এতে দেখা যাচ্ছে, একে অপরকে ধরে আছেন নিরব ও স্পর্শিয়া। নিরব সরাসরি তাকিয়ে আছেন স্পর্শিয়ার চোখের দিকে। আর স্পর্শিয়ার চোখ নিচের দিকে, তার চোখে-মুখে মন খারাপের ছাপ।

তাদের এমন মুহূর্তের পেছনের কারণ কী তা নিয়ে অনুমানের গল্প হতে পারে অনেক রকম।

তবে আসল ঘটনা কী- তা জানতে শুক্রবার নিউজবাংলা কথা বলেছে নিরবের সঙ্গে।

তিনি বলেন, ‘রঙ্নি স্বপ্নের সাদাকালো গল্প হলো এই ছবি। এ এক স্বপ্ন ভাঙার গল্প, এ এক অর্জনের গল্প।’

আরেকটু পরিষ্কার করে জানতে চাইলে নিরব বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে এমন ঘটনা অনেক পরিবারেই ঘটেছে। ঘটনাটি এমন যে, ছেলে-মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই তারা নানা রকম স্বপ্ন বুনছেন। কিন্তু বিয়ের কিছু দিন আগে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয় ছেলেটি। আর মেয়েটি তখন পড়ে ঘোর অমানিশায়।’

অভিনেত্রী রোজিনা পরিচালিত সিনেমাটির দৃশ্যধারণ চলছে রাজবাড়ীতে। সেখানে স্পর্শিয়ার দৃশ্যধারণ শেষ হবে ১৪ মার্চ, আর ১৫ মার্চ শেষ হবে নিরবের।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির শুটিং শুরু হয় ২ মার্চ।

এ বিভাগের আরো খবর