চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন ২ এপ্রিল। এখন চলছে প্রার্থী ও ভোটার তালিকা চূড়ান্তের কাজ। এবার মোট ভোটার সংখ্যা ৩৬১।
এবারের নির্বাচনে সভাপতি পদের জন্য লড়তে আবেদন করেছেন কাজী হায়াৎ, শাহ আলম কিরণ, সোহানুর রহমান সোহান।
এস এ হক অলিক, শাহীন সুমন ও সাফি উদ্দিন সাফি আবেদন করেছেন মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।
সহসভাপতি পদে আবুল খায়ের বুলবুল, ছটকু আহমেদ, উপমহাসচিব এম এ আউয়াল, কবিরুল ইসলাম রানা, ফিরোজ আলম, মনিরুল ইসলাম সোহেল, অর্থ সচিব মো. সালাহউদ্দিন, সায়মন তারিক, সাংগঠনিক সম্পাদক পদের জন্য জি সরকার, রকিবুল আলম রকিব, সাইফ চন্দন আবেদন জমা দিয়েছেন।
নোমান রবিন, মুরাদ পারভেজ আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব পদে, রফিক সিকদার ও শাহিন কবির টুটুল সাংস্কৃতিক ও ক্রীড়া, কাজী আলমগীর, মো. আনোয়ার সিরাজী প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদের জন্য আবেদন করেছেন।
এ ছাড়া নির্বাহী সদস্যদের ১০টি পদে ২৫ জন পরিচালক জমা দিয়েছেন আবেদন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৬ মার্চ।
পরিচালক সমিতি নির্বাচনে কমিশনারের প্রধানের দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে আছেন আর স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।