বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমায় এবার ক্রিকেট জুয়ার গল্প

  •    
  • ১১ মার্চ, ২০২১ ১৪:৫৯

সিনেমায় যে ক্রিকেট জুয়ার প্রেক্ষাপট থাকবে, সেই আভাস নিউজবাংলাকে দিয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ডের একটা কাহিনি নিয়ে, যেখানে ক্রিকেট নিয়ে জুয়া হয়।’

ক্রিকেট খেলায় নানা রকম ফিক্সিং বা জুয়া চলে। খেলার মাঠ থেকে শুরু করে মাঠের বাইরে বা টিভি সেটের সামনে খেলা নিয়ে বাজি ধরেন জুয়াড়িরা।

সিংখ্যায় কম হলেও এসব ঘটনা নিয়ে বিদেশে নির্মিত হয়েছে সিনেমা। যার মধ্যে বলিউডের জান্নাত সিনেমা অন্যতম। এতে ক্রিকেট খেলার জুয়াড়ি চরিত্রে অভিনয় করেন ইমরান হাশমি।

এবার দেশের সিনেমাতেও এমন একটি প্রেক্ষাপট দেখার সুযোগ তৈরি হয়েছে। ক্রিকেট জুয়া ছাড়াও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের তৎপরতা দেখা যেতে পারে সিনেমায়।

সিনেমাটির নাম গ্যাংস্টার। শাহিন সুমন পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন সাইমন সাদিক। তার বিপরীতে আছেন মাহিয়া মাহি। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

সিনেমায় যে ক্রিকেট জুয়ার প্রেক্ষাপট থাকবে, সেই আভাস নিউজবাংলাকে দিয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক।

সাইমন বলেন, ‘গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ডের একটা কাহিনি নিয়ে, যেখানে ক্রিকেট নিয়ে জুয়া হয়। আর সেটা নিয়েই সিনেমার গল্প।’

কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে জানতে চাইলে সাইমন বলেন, ‘গ্যাংস্টারের শুটিং এখনও চলছে। কবে নাগাদ মুক্তি পাবে এখনই বলা সম্ভব নয়।’

গ্যাংস্টার সিনেমার আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শান্ত খান।

গত ১৮ জানুয়ারি গ্যাংস্টারসহ শাপলা মিডিয়ার প্রযোজনায় লাইভ ও নরসুন্দরী নামের আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন সাইমুন-মাহি জুটি।

এই জুটির জান্নাত সিনেমাটি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একই সিনেমার জন্য সাইমন সাদিকের হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেতার পুরস্কার।

এ বিভাগের আরো খবর